বিধিনিষেধ শিথিল হলেও বাসের দেখা নেই মহানগরীতে , হয়রান নিত্যযাত্রীরা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 12 Second

রাজ্যে শুরু হল আনলক ফেস ওয়ান! করোনাকালে লাগু করা বিধি-নিষেধে নিয়ে আসা হল শিথিলতা। তবে তার পরেও মহানগরীর চিত্রটা খুব একটা রূপ পরিবর্তন করতে পারেনি। মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুসারে আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি-বেসরকারি এবং মিনিবাস গুলি চালানোর কথা রয়েছে। জানা গিয়েছিল ৫০% যাত্রী নিয়ে চালানো যাবে বাস গুলি। ফলতই আজ সকাল থেকে বাস ডিপো গুলিতে ভিড় দেখা যায় নিত্যযাত্রীদের। তবে শহর-জেলার বিভিন্ন প্রান্তে যাত্রী থাকলেও বাসের সংখ্যা হাতে গোনা। জানা যাচ্ছে আধঘন্টা পর্যন্ত অপেক্ষা করলেও দেখা মিলছে না বাসের।

প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকে লাগাতার মূল্য বৃদ্ধি হয়েছে পেট্রোপণ্যের। ফলে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানিয়েছিলেন বাস সংগঠনের মালিকরা। এছাড়াও মুখ্যমন্ত্রীর নয়া ঘোষণা অনুসারে ৫০% যাত্রী নিয়ে চালাতে হবে বাসগুলি।সেক্ষেত্রে বেসরকারি সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ৫০% যাত্রী নিয়ে পুরনো ভাড়ায় বাস গুলি চালানো সম্ভব নয়। দীর্ঘ দেড় মাস ধরে বাস চলাচল না হওয়ার কারণে বাসের একাধিক যন্ত্রাংশই বিকল হয়ে গিয়েছে। সেগুলি মেরামতের কারণে বেশ কিছুটা অর্থের প্রয়োজন ; সেক্ষেত্রে শুরুর দিনেই একাধিক বাস রাস্তায় নামানো সম্ভব হয়নি। এমনকি ধর্মতলাতেও আন্তঃজেলা বাস পরিষেবা ও বিঘ্নিত হয়েছে।

এই প্রসঙ্গে অল বেঙ্গল বাস ও মিনিবাস সমন্বয় সমিতির যুগ্ম সম্পাদক নিখিল বলেন, “রাজ্য সরকারের কথাটা বাস্তব সম্মত নয়। আগে থেকেই আমরা ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। তখন থেকেই দাবি তুলেছিলাম। তার মধ্যে যেভাবে জ্বালানির দাম গগনচুম্বী হচ্ছে ! এ তো আম জনতাও জানেন। এরই মধ্যে কোনও কনসিডারেশন ছাড়াই বলে দেওয়া হল ৫০ শতাংশ যাত্রী নিয়ে গাড়ি চালাতে হবে। সেটা কীভাবে সম্ভব ? আগেরবার মুখ্যমন্ত্রী তাও একটা আশ্বাস দিয়েছিলেন। তাতে গাড়ি চালাতে পেরেছিলাম। কিন্তু এবার তিনি কোনও আশ্বাসই দেননি। তাতে কীভাবে গাড়ি চালানো সম্ভব ?”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

চাটার্ড একাউন্টেন্ট দিবসে সি-এ দের শুভেচ্ছা জানালেন মোদি । এম ভারত নিউজ

আজ চাটার্ড অ্যাকাউন্ট দিবসে দেশব্যাপী সমস্ত চার্টার্ড একাউন্টেন্টদের শুভেচ্ছা বার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও ভারতীয় অর্থনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশব্যাপী সমস্ত সিএ (CA) সম্প্রদায়ের প্রশংসা করেছেন তিনি। প্রধানমন্ত্রী সমস্ত চার্টার্ড একাউন্টেন্টদের উদ্দেশ্যে একটি টুইট করে জানান, ” চাটার্ড একাউন্ট দিবসে সমস্ত চাটার্ড অ্যাকাউন্টটেন্টদের জন্য শুভেচ্ছা। দেশের […]
national_08

Subscribe US Now

error: Content Protected