কর্মীদের জন্য নিজস্ব টিকাদান কর্মসূচির ঘোষণা আম্বানির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 53 Second

করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়েছে|এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বাচ্ছা থেকে বুড়ো সকলেই|করোনা ঠেকাতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বয়স্কদের, এছাড়াও ভারত সরকার ঘোষণা করেছে ১৮ বছরের ঊর্দ্ধে সকলেই ভ্যাকসিন নিতে পারবে|পেটের দায়ে বিভিন্ন কোম্পানিতে যুক্ত কর্মচারীরা কাজে যোগ দিচ্ছেন| তাই কর্মচারীরা যাতে সুস্থ থাকে সেই কথা মাথায় রেখেই এক প্রশংসনীয় পদক্ষেপ করল রিলায়েন্স ইনডাস্ট্রিজ লিমিটেড। এবার কর্মীদের ভ্যাকসিন দিতে রিলায়েন্স সংস্থার সিইও মুকেশ আম্বানি ও নীতা আম্বানি ‘R-Surakshaa’ নামের উদ্যোগ ঘোষণা করেছেন| শুক্রবার কর্মীদের জন্য একটি চিঠি প্রকাশ করেন সিইও। সেখানে স্পষ্ট জানানো হয়, মে মাসের ১ তারিখ থেকে সংস্থার কর্মী ও পরিবারের সদস্যদের (১৮ বছরের ঊর্ধ্বে) টিকা দেওয়ার জন্য ‘আর সুরক্ষা’ নামের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে আরও লেখা হয়, “করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার আগে আগামী কয়েক সপ্তাহ ধরে সংক্রমণ দ্রুত বাড়তে পারে। তাই আমাদের অত্যন্ত সতর্ক হবে। করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। আমরা আপনাদের কাছে দ্রুত টিকা নেওয়ার আবেদন জানাচ্ছি।” মহারাষ্ট্রের ভয়াবহ পরিস্থিতি, করোনা সংক্রমণ দ্রুত গতিতে বাড়ছে| শুধু তাই নয় হাসপাতালে অক্সিজেনের ঘাটতিও দেখা যাচ্ছে। এই সংকটজনক পরিস্থিতিতে এগিয়ে আসেন মুকেশ আম্বানি।ধনকুবের মুকেশ আম্বানি জানান,‘ তাঁর শোধনাগার থেকে দেওয়া হবে অক্সিজেন। মহারাষ্ট্রের নগরোন্নয়ন মন্ত্রী একনাথ শিন্ডের টুইট থেকে জানা যায় যে, রিলায়েন্সের তরফে ১০০ টন অক্সিজেন সরবরাহ করা হবে।’ করোনার দ্বিতীয় ঢেউ এ রীতিমতো অক্সিজেন, ওষুধ নিয়ে হাহাকার দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে।এই পরিস্থিতিতে বড় বড় শিল্পপতিরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবেন|

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেন না পেয়ে মৃত্যু ২৫ জনের । এম ভারত নিউজ

দেশজুড়ে মৃত্যু মিছিল, করোনার কবলে পড়ে মারা যাচ্ছে বহু মানুষ|দেশের বেশ কিছু রাজ্যে কোভিড মারাত্মক হারে ছড়িয়ে পড়েছে|আর তার মধ্যেই হাসপাতালে বেড নেই, পর্যাপ্ত পরিমানে ওষুধ নেই,আবার কোথাও অক্সিজেন নেই|এরকম অবস্থার সম্মুখীন হল দিল্লির গঙ্গারাম হাসপাতাল, হাসপাতালে অক্সিজেন না পেয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের| করোনা সংক্রমণের হার […]

Subscribe US Now

error: Content Protected