বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর নির্বাচনী প্রচারে নন্দীগ্রামে গিয়েছিলেন নন্দীগ্রামের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি মনোনয়ন পত্রও জমা দিতে গিয়েছিলেন তিনি। সেদিনই হঠাৎ আহত হন তিনি । এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছিল রাজ্য তৃণমূল কর্তৃপক্ষ। এবার তৃণমূল নেতৃত্বকে পাল্টা চিঠি দিয়ে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দিল কমিশন৷
এই ঘটনার অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয় বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার ফলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তা ভীষণভাবে অপ্রত্যাশিত । তবে ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব থাকে রাজ্য নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা। এমনকি রাজ্যের দৈনিক আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখার দায়িত্ব তাদের নয় , পাশাপাশি কোন ব্যক্তিগত বা রাজনৈতিক বিষয়ে তাদের কোনো ভূমিকা থাকার কথা নয়।
তৃণমূলের তরফ থেকে অভিযোগপত্রে উল্লেখ হয়েছিল কোন একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে সেই প্রস্তাবকেও অবমাননা যোগ্য বলে বিবেচনা করেছেন তাঁরা। পাশাপাশি নির্বাচনের আগে তৃণমূলের এই ধরনের চিঠি নির্বাচন কমিশনের কাছে খুব একটা ভালো বার্তা প্রেরণ করেনি তাও ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই চিঠির মাধ্যমে।