Read Time:1 Minute, 25 Second

রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর জামিনের আবেদন আর্জি খারিজ করল আদালত। পুরনো একটি আত্মহত্যার প্ররোচনা দেওয়ার ঘটনায় অভিযুক্ত অর্ণবের জামিন খারিজ করে আদালত । ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আলিবাগের আদালত অর্থাৎ ১৮ নভেম্বর পর্যন্ত হেফাজতেই থাকবেন তিনি । আগামিকাল, বৃহস্পতিবার হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন অর্ণব গোস্বামী। গত বুধবার অর্ণব গোস্বামীর বাড়িতে ১২ জন পুলিশের একটি দল গিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশি ভ্যানে করে রায়গঢ় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্যে । ২০১৮ এ এক ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা মুকুন্দ নায়েকের আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগের ভিত্তিতেই আবার তদন্তে নামে পুলিশ এবং গ্রেফতার করা হয় রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীকে ।