
ফুটবল বিশ্বকাপের অষ্টম দিনের দ্বিতীয় ম্যাচে সকলকে চমকে দিয়ে বেলজিয়ামকে ২-০ গোলে পরাজিত করে মরক্কো। অষ্টম দিনের তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় কানাডা। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া কানাডাকে ৪-১ গোলে পরাজিত করে। গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচে তরুণ স্পেনের মুখোমুখি হয় জার্মানি শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল হয় ১-১।

ভারতীয় সময় ৩টা ৩০ মিনিটে বিশ্বকাপের নবম দিনের প্রথম ম্যাচে খেলতে নেমেছে ক্যামেরুন, ক্যামেরুনের প্রতিপক্ষ সার্বিয়া। ক্যামেরুন ও সার্বিয়ার দুর্দান্ত ফুটবল ম্যাচের শেষে ফলাফল হয় ৩-৩।

সপ্তম দিনের নবম ম্যাচে ভারতীয় সময় ৬টা ৩০ মিনিটে মাঠে নেমেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে আফ্রিকান দেশ ঘানা। এই ম্যাচে জয়লাভ করে ঘানা ।

নবম দিনের নবম ম্যাচে ভারতীয় সময় ৯টা ৩০ মিনিটে খেলতে নামছে ফুটবলের সম্রাট দেশ ব্রাজিল। ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। এই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

নবম দিনের চতুর্থ ম্যাচে ভারতীয় সময় ১২টা ৩০ মিনিটে মাঠে নামতে চলেছে ফুটবল বিশ্বের দুই শক্তিশালী দেশ রোনাল্ডোর পর্তুগাল ও সুয়ারেজের উরুগুয়ে। এই ম্যাচে রোনাল্ডো ও সুয়ারেজের পায়ের জাদু দেখার জন্যই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।

আরও পড়ুন