SSC গ্রুপ ডি কর্মী নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 56 Second

সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে কর্মী নিয়োগে ফের বেনিয়মের অভিযোগ। এই প্রসঙ্গে এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। অবিলম্বে ২৫ জন ‘ভুয়ো’ চাকরিরতর বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। সংশ্লিষ্ট জেলার ডিআইকে নির্দেশ কার্যকর করারও নির্দেশ দেয় শীর্ষ আদালত। স্কুল সার্ভিস কমিশনকে বৃহস্পতিবার হাই কোর্টে হলফনামা জমারও আদেশ দিয়েছেন বিচারপতি। ওইদিন ফের দুপুর ২টোয় শুনানি হবে এই মামলার।

বহু নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগ রয়েছে এসএসসি গ্রুপ ডি পদে। ২৫ জনের নিয়োগের সুপারিশ সংক্রান্ত তথ্য তুলে ধরে একটি মামলা করা হয় হাই কোর্টে। এরপরেই ওই ২৫ জনের চাকুরীজীবীর নিয়োগের সুপারিশের নথি-সহ এসএসসি কমিশনের সচিবকে আদালতে হাজিরের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশমত বুধবার এসএসসি সচিব হাই কোর্টে হাজিরও হন। এসএসসির তরফে জানিয়ে দেওয়া হয়, নিয়োগ বন্ধ হয়ে যাওয়ার পরে চাকরি পান ওই ২৫ জন। কিন্তু নিয়োগ বন্ধ হওয়ার পরে কীভাবে চাকরি পেলেন তাঁরা, সে বিষয়ে প্রশ্ন করে হাই কোর্ট। এমনকি ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়। তবে উপযুক্ত নথিপত্র পেশ করতে পারেনি এসএসসি। এরপরেই এসএসসি সচিবকে তীব্র ভর্ৎসনা করে কলকাতা হাই কোর্টের বিচারপতি বলেন, “সিআইএসএফ দিয়ে অফিস তল্লাশি করাব? নিয়োগে দুর্নীতি কোনওভাবেই বরদাস্ত নয়।”

আজ দুপুর ৩টের মধ্যে কলকাতা হাই কোর্টে ওই ২৫ জনের নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। তবে দুপুর তিনটের পর পাওয়া তথ্যে যথেষ্ট উষ্মাপ্রকাশ করেন কলকাতা হাই কোর্টের বিচারপতি। ওই ২৫ জন ‘ভুয়ো’ চাকরিরতের অতিদ্রুত বেতন বন্ধের নির্দেশ দেন তিনি। ‘ভুয়ো’ চাকরিরতদের মামলার পক্ষভুক্ত করারও নির্দেশ দেন বিচারপতি। আগামিকাল দুপুর ২টোয় ফের এই মামলার শুনানি হওয়ার কথা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কিভাবে বুঝবেন আপনি সিওপিডিতে আক্রান্ত ? । এম ভারত নিউজ

সিওপিডি– এক ভয়ঙ্কর অসুখের নাম। সিওপিডি কথার সম্পূর্ণ অর্থ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি আসলে ফুসফুসের একধরনের জটিল রোগ। এই রোগটির ফলে শ্বাসপ্রশ্বাসের ক্ষেত্রে তীব্র সমস্যা তৈরী হয়। সমীক্ষা বলছে, বর্তমানে আমাদের দেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের ২১ শতাংশ সিওপিডিতে ভুগছেন। আজ ওয়ার্ল্ড সিওপিডি ডে। তাই আজকের দিনে […]

Subscribe US Now

error: Content Protected