গ্রেফতারি পরোয়ানা দিলীপ ঘোষের বিরুদ্ধে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 36 Second

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে বর্ধমান আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল । গত বছরের এক অভিযোগের ভিত্তিতে এই রায় দিল আদালত । অভিযোগ, রায়না থানার সেহরাবাজারে সিকে ইনস্টিটিউশন মাঠে বিজেপির এক সভায় প্রশাসনিক সিস্টেমকে কটাক্ষ করে দিলীপ ঘোষ মন্তব্য করেন- তাঁবেদারি না করলে পুলিশের চাকরি পাওয়া যায়না । এমনকি প্রমোশনের জন্যও টাকা দিতে হয় । পুলিশ আধিকারিকদেরকেই টাকা তুলতে হয় । সেই টাকার বান্ডিল নাকি কালিঘাট অবধি যায় । এমনই আরও কিছু মন্তব্য করেন তিনি । যদিও তিনি দাবি করেছেন তিনি পুলিশের ভালোর জন্যেই এইসব বলেছিলেন । পরে পুলিশ চার্জশিট পেশ করলে আদালত এই রায় দেয় । ২০১৯ এর ৪ নভেম্বর রায়না থানার সেহারা ফাঁড়ি এলাকার এক গ্রামবাসী প্রভাত নায়েকের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই চার্জশিট পেশ করে পুলিশ । দিলীপবাবু জানিয়েছেন, আদালতে গিয়ে জামিনের আবেদন করতে হলে তিনি তা করবেন । এ-বিষয়ে তিনি বেশি কিছু জানেননা যা করবে তাঁর উকিলই করবেন ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কে হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী ? আজই সিদ্ধান্ত নেবে এনডিএ । এম ভারত নিউজ

গত শুক্রবার এনডিএর প্রথম বৈঠকে নীতীশ কুমার নিজেই পরবর্তী বৈঠকের কথা জানিয়েছিলেন । সম্ভবত আজই পাটনায় দ্বিতীয় দফার বৈঠকে স্থির করা হবে কে হচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী । বৈঠকের নেতৃত্বে থাকছেন সেন্ট্রাল অবজার্ভার রাজনাথ সিং এবং দেবেন্দ্র ফড়ণবীশ । ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক স্তর থেকে নীতীশের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে । […]

Subscribe US Now

error: Content Protected