বিজেপির জনসভা থেকে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের নতুনরাস্তার মোড়ে। মঙ্গলবার ভগবানপুরের দ্বারিমারাতে শুভেন্দু অধিকারীর জনসভা ছিল। সেই সভা সেরেই বাড়ি ফিরছিলেন বিজেপির কর্মী সমর্থকরা। অভিযোগ, সেইসময় নতুন পুকুরের কাছে কয়েকশো তৃণমূল আশ্রিত দুস্কৃতী তাঁদের ওপর চড়াও হয়।
বিজেপির কর্মী-সমর্থকদের লাঠি-সোঁটা ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাঁদের মধ্যে ভগবানপুর-১ পূর্ব মণ্ডলের কোষাধ্যক্ষ রাজু জানা- সহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। স্থানীয়রাই আহতদের উদ্ধার করে ভগবানপুর হাসপাতালে ভর্তি করেন। এদিকে নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানপুর থানার পুলিশ।
উল্লেখ্য, এর আগেও শুভেন্দু অধিকারীর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের আক্রান্তের অভিযোগ উঠেছিল। ঘটনাগুলি ঘটেছে পূর্ব মেদিনীপুরেই। বিজেপির অভিযোগ, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই ওই জেলায় যেভাবে একাধিকবার বিজেপি নেতা কর্মীদের আক্রান্ত হতে হচ্ছে, তাতে করে তৃণমূল জমি হারানোর ভয়েই এসব অশান্তি পাকাচ্ছে।