আজ ফের বঙ্গ সফরে রাজনাথ সিং । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

বঙ্গ ভোটের আগে বিজেপি শীর্ষ নেতাদের বঙ্গে আগমন এখন খুবই নিয়মমাফিক ঘটনায় পরিণত হয়েছে ।প্রায় প্রতি সপ্তাহেই নিয়ম করে বঙ্গে আসছেন বিজেপির শীর্ষ নেতারা। আর আজ সেই ঘটনারই রেস টেনে বালুরঘাটে আসছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতা রাজনাথ সিং। কিছুদিন আগেই নিজস্ব ব্যক্তিগত সাক্ষাৎকারের কারণে বঙ্গে এসেছিলেন তিনি, তবে এবারের আগমন পরিবর্তন যাত্রার সূচনা করার জন্য। বঙ্গে পদ্ম ফুল ফোটানোর আশায় একের পর এক পরিবর্তন যাত্রা করছেন বিজেপির শীর্ষ নেতারা।

ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবর্তন যাত্রা করে ফেলেছেন বিজেপির রাজ্য নেতারা। ওদিকে বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ইতিমধ্যেই হুংকার দিয়ে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুর জেলার ৬ টি বিধানসভা আসনই তাঁরাই দখল করবেন। পাশাপাশি এও বলেছেন তৃণমূলকে ৬-০ গোলে হারাবেন তাঁরা। দক্ষিণ দিনাজপুরে পরিবর্তন যাত্রা করতে গিয়েই দেখা গেছে সাধারণ মানুষ তাদের সঙ্গে আছেন। তবে কিছুদিন আগে ৭ জানুয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও যে পরিমাণ ভীড় হয়েছিল তাতে লড়াইটা যে খুব একটা সহজ হবে না , সেটা ভালোই বুঝেছেন বিজেপির শীর্ষ নেতারা। সম্ভবত সেই কারণেই আজ, রাজ্যে আসছেন রাজনাথ সিং।

পরিবর্তন যাত্রার পাশাপাশি আজ বালুরঘাটের জনসভা করবেন তিনি। গতকাল দক্ষিণ দিনাজপুরে শুরু হয়েছে বিজেপি পরিবর্তন যাত্রা কুশমন্ডি ,বুনিয়াদপুর, হরিরামপুর হয়ে এই কর্মসূচি শেষ হবে গঙ্গারামপুরে। পাশাপাশি বালুরঘাট হাই স্কুলের মাঠে জনসভা করতে চলেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আচমকাই গাড়ি ছেড়ে স্কুটি কেন ? । এম ভারত নিউজ

ইউনিয়ন বাজেট অধিবেশন ২০২১-এর পর থেকে ক্রমেই বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। করোনা আবহে এরকম মূল্যবৃদ্ধির ফলে ক্রমেই বাড়ছে মধ্যবিত্তের দুশ্চিন্তা। তাই পেট্রোল-ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গাড়ি ছেড়ে স্কুটি চাপলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সকালে নবান্ন গেলেন ই -স্কুটিতে চড়েই । যদিও চালকের আসনে ছিলেন ফিরহাদ […]

Subscribe US Now

error: Content Protected