সামনেই বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১, দিনে দিনে পরিস্থিতি গুরুতর হতে চলেছে তা ভালো মতই প্রমাণ পাচ্ছেন সাধারন মানুষ। পাশাপাশি প্রত্যেকটি দলের তরফ থেকেই যেভাবে প্রতি কর্মসূচিতে খেলা হওয়া ছাড়া হচ্ছে ,তাতে স্বভাবতই পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে ইতিমধ্যেই ।
নির্বাচনী প্রচারে গিয়ে ইতিমধ্যেই নানাভাবে আহত হয়েছেন বিভিন্ন দলের কর্মীরা। খেলার প্রকৃত অর্থ অনেকের কাছেই রাজনৈতিক হিংসা, তাও প্রকৃতই বোঝা যাচ্ছে ইতিমধ্যে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এমনকি কলকাতাতেও প্রতিহিংসার লড়াই শুরু হয়ে গেছে।
জানা গেছে ইতিমধ্যেই , টালিগঞ্জে গিয়েছেন টালিগঞ্জের সংসদ বাবুল সুপ্রিয় , আর সেখানে তাঁকে ঘিরে তীব্র প্রতিবাদ জানাতে থাকেন তৃনমূলের কর্মী-সমর্থকরা। সূত্রের খবর জানে জানা গেছে হরিশ মুখার্জি রোড এর একটি ধাবাতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় সেখানে ঘটে এই ঘটনা।
ঘটনা সুত্রে জানা যায়, বাবুল সুপ্রিয় নিজের চেষ্টাতেই শান্ত করার চেষ্টা করেন তৃণমূল কর্মী সমর্থকদের। বলেন কথা বলে পুরো ঘটনাটি আয়ত্তে আনা সম্ভব হতো ,কিন্তু তৃণমূল কর্মীরা মানতে নারাজ থাকায় ,নিরাপত্তারক্ষীদের সহায়তায় ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় বাবুল সুপ্রিয়কে।