নির্দিষ্ট নিয়ম মেনেই বন্ধ পার্কস্ট্রিট উড়ালপুল । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 9 Second

গতকাল রাত থেকেই বন্ধ রাখা হয়েছে শহরের অন্যতম ব্যাস্ত উড়ালপুল। জানা যাচ্ছে, ভার বহন ক্ষমতা পরীক্ষা করার জন্য গতকাল রাত থেকে বন্ধ রাখা হয়েছে পার্ক স্টিট উড়ালপুল। বিভিন্ন উড়ালপুল গুলির ভারবহন ক্ষমতা পরীক্ষা করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনেই বন্ধ রাখা হবে এই উড়ালপুলগুলি। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই বিষয়ে তথ্য জানানো হয়েছিল । জানা যাচ্ছে সরকারি তথ্য অনুসারে গতকাল রাত থেকে বন্ধ রাখা হয়েছে পার্কস্ট্রিট উড়ালপুল । আগামী সোমবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল। সেক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে বিভিন্ন সময়ের ভয়াবহ পথ দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগে হুগলি রিভার ব্রিজ কমিশন ও কলকাতা পুলিশের বৈঠকে কলকাতার মোট পাঁচটি উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট দিনে বন্ধ রাখা হবে এই পাঁচটি উড়ালপুল । জানা যাচ্ছে পাক স্ট্রিট উড়ালপুলের ভারবহন ক্ষমতা পরীক্ষার মাধ্যমেই এই প্রকল্পের কাজ শুরু করা হলহল। পরবর্তীতে ধীরে ধীরে গড়িয়াহাট চিৎপুর লকগেট এজেসি বোস, দমদম- নাগেরবাজার উড়ালপুল পরীক্ষা করা শুরু হবে। যদিও অতিরিক্ত ব্যস্ত থাকার কারণে এ জে সি বোস উড়ালপুলের কাজ ৮ ঘণ্টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কিউআর কোড, তাও আবার মেট্রোয় ? । এম ভারত নিউজ

টোকেনের ব্যবহার কমাতে মেট্রো কর্তৃপক্ষ আরও এক ধাপ এগোল । শনিবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় ঢোকা-বেরোনোর জন্য কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা হয়ে গেল । শনি, রবিবার বন্ধ থাকে ইস্ট-ওয়েস্ট মেট্রো । ফলে সোমবার থেকে পুরোপুরি ভাবে যাত্রীরা টিকিট কাটতে পারবেন কিউআর কোড দিয়ে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব ক’টি স্টেশনেই আছে কিউআর কোড […]

Subscribe US Now

error: Content Protected