Read Time:1 Minute, 10 Second
মুম্বই ছাড়ছেন কঙ্গনা রানাউত । আজ সোমবার সকালে মুম্বইয়ের বাড়ি থেকে বিমানন্দরের উদ্দেশে রওনা দেন কঙ্গনা । কঙ্গনার অফিস ভেঙে ফেলার পরই উদ্ধব ঠাকরের সরকারের সঙ্গে জোর বিবাদ শুরু হয়ে যায় তাঁর । অফিস ভাঙলেও, তাঁর মনোবল ভাঙা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন অভিনেত্রী । নিজের সোশ্যাল হ্যান্ডেলে এরপর একাধিক ভিডিয়ো শেয়ার করেন কঙ্গনা । এরপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সম্পর্কে অপমানজনক মন্তব্য করার অভিযোগে মুম্বই পুলিসের তরফে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় । মাদক চক্রের সঙ্গে কঙ্গনার যোগ রয়েছে কি না কিংবা তিনি কখনও মাদক নিয়েছেন কি না, সে বিষয়েও তদন্ত করবে মুম্বই পুলিশ । তবে, আপাতত মুম্বাই ছাড়ছেন কঙ্গনা ।
