নিজস্ব সংবাদদাতা,হাওড়া : বঙ্গ নির্বাচন ২০২১ এর দামামা বেজে গেছে ইতিমধ্যেই , আর তার সঙ্গে সঙ্গেই তৎপরতা বেড়েছে হাওড়া জেলার সমস্ত প্রার্থীদের মধ্যে। বাম,ডান সব পক্ষই ওজন বাড়িয়েছে প্রচার কমসূচীর। প্রায় প্রতিদিনই সম্প্রচারে বেরোচ্ছেন বিভিন্ন দলীয় নেতারা । প্রকাশ্য সমাবেশ রোডশোয়ের উপর জোর দিয়ে প্রচার চালাচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ওদিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে জনসংযোগ তৈরি করছে বামফ্রন্টের প্রার্থীরা। কেউ রাজী নয় ১ ইঞ্চি জমি ছেড়ে দিতে শেষ মুহূর্ত অব্দি লড়তে হবে এমন অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন প্রতিটি দল।
মঙ্গলবার সদর হাওড়ার ডোমজুড় বিধানসভার বাঁকড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপন করে, সংযুক্তমোর্চা সর্মথিত সিপিআইএম প্রার্থী উত্তম বেরা। বাড়ি প্রচারের পাশাপাশি মসজিদে নামাজ পাঠের শেষে জনসংযোগ স্থাপন লক্ষ্য করা যায়। এই ঘটনা সামনে আসার পর প্রকৃতই বোঝা যাচ্ছে কর্মসূচিতে কোন ফাঁক রাখতে চাননা তিনি। তবে বামেদের ধর্মনিরপেক্ষ সরকার গঠনের বার্তায় মসজিদের বাইরে ভোট প্রচারকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।