নরেন্দ্র দামোদর দাস মোদি এই নামটাই গুজরাটের মানুষের কাছে যেন একটা আবেগ। মোদির গুজরাটে ভোটের প্রচারে যাওয়া আর সেখানে মানুষের ভিড় ও আবেগ যেন এক সমকক্ষ। আর সেই ভিড়ের মাঝে মোদি এক কিশোরীর হাতে নিজের ছবি দেখতে পেয়ে নিজেই চেয়ে পাঠালেন সেই ছবি। গুজরাটে মোদীর রোড শোয়ে এই দৃশ্য যেন এক অন্যতম মুহূর্ত হয়ে রয়ে গেল।
দেশের নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে গুজরাট ভোটের নির্ঘণ্ট। সেইমতো দেশের অন্যান্য দলগুলির পাশাপাশি গুজরাটে প্রচার শুরু করেছে সেই রাজ্যের শাসক দল বিজেপি। গত ছয়টি বিধানসভা নির্বাচনের একটিতেও হারেনি বিজেপি। কংগ্রেস-আপের লড়াইয়ে এবারও বিজেপির জয় প্রায় নিশ্চিত বলা যেতে পারে। এমনিতেই অন্যান্য দলগুলি থেকে অনেকটাই প্রচারে এগিয়ে বিজেপি। গুজরাটের ভূমিপুত্র দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রচার শুরু করেছেন গুজরাটে।
নরেন্দ্র মোদির প্রচারের নির্ঘণ্ট মেনেই শনিবার গুজরাটের ভাপি শহরে ছিল মোদির রোডশো। দেশের প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুষ দেখতে ভিড় জমেছিল গোটা ভাপি শহর জুড়ে। সেখানে ওই ভিড়েই উপস্থিত ছিল ১৩ বছরের কিশোরী আমি ভাতু। তার হাতে ছিল তার নিজের আঁকা প্রধানমন্ত্রীর একটি ছবি। সেই ভিড়ের মধ্যেই অনেকক্ষণ ছবি নিয়ে দাঁড়িয়ে থাকার পর কিশোরী দেখা পায় প্রধানমন্ত্রীর। মোদির রোড শো-এর মাঝেই মোদি দেখতে পান ওই কিশোরীকে। মোদি তার নিরাপত্তা রক্ষীদের নির্দেশ দেন, আমির হাত থেকে তার ছবিটি আনার। এরপরই স্বাভাবিকভাবে আনন্দে ভেসে ওঠে কিশোরী আমি। অন্যদিকে মোদি বলেন, তিনি এই ছবিটি পেয়ে আপ্লুত। এই ঘটনার পরেই ফের আরেকবার গুজরাটীদের মন জিতে নিলেন নরেন্দ্র মোদি বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন