0
0
Read Time:1 Minute, 6 Second
উত্তরপ্রদেশ ব্লক পঞ্চায়েতের অধ্যক্ষ বাছাইয়ের ভোটে এগিয়ে গেল বিজেপি । গত মে মাসের পর রাজ্যের ত্রিস্তরিয় পঞ্চায়েত ভোটে অধিকাংশ ক্ষেত্রেই জয়ী পদ্ম-শিবির। শনিবার উত্তরপ্রদেশের ৪৭৬টি ব্লকের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের নির্বাচন হয় । যার মধ্যে ৩৪৯টি পদের কোন প্রতিদ্বন্দ্বিতাই হয়নি। ৩৩৪টিতে জিতেছে বিজেপি এবং সমাজবাদী পার্টি জেতে ৭টিতে ।
কনৌজের সবক’টি, সীতাপুর জেলায় ১৫টি, হরদোই জেলায় ১৪টি এবং মুজফ্ফরনগর জেলার ৮টি পদে জিতেছে বিজেপি। গত নির্বাচনে সমান সমান জায়গায় থাকলেও দু’মাসের মাথাতেই সমাজবাদি পার্টিকে এক ধাক্কায় অনেকখানি নিচে নামিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের দল ।