এবার দিল্লি যাওয়ার ডাক মমতার। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে তিন দিনের জন্যে ধর্নায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা। ধর্নায় বসেও মেটেনি সমস্যা অগত্যা এবার আজ ধর্নার দ্বিতীয় দিনেই দিল্লি যাওয়ার কথা বললেন নেত্রী। তাঁর কথায়, ‘আজ পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। ভেবেছিলাম ভদ্রতা করে কেন্দ্রীয় সরকার যোগাযোগ করে বলবে, ১০০ দিনের টাকা না দিয়ে আমরা অন্যায় করেছি। তোমাদের প্রাপ্য আমরা দেব। বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেব। ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা, জিএসটির টাকা, গ্রামীণ রাস্তার প্রাপ্য টাকা দেব। কিন্তু কিছুই হল না।’ একাধিক ইস্যুতে এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্নার প্রথম দিনই মমতা জানিয়েছিলেন, প্রয়োজনে তিনি দিল্লি যাবেন, প্রধানমন্ত্রীর বাড়িতে গিয়ে ধর্না দেবেন। এমনকি গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সমাবেশের মঞ্চ থেকেও দিল্লি ওয়ার উল্লেখ করেন।

অন্যদিকে ডিএ-র দাবিতে আন্দোলন দিন-দিন বেড়েই চলেছে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চে উপস্থিত থেকে ডিএ নিয়ে আলোচনা সারলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডিএ অনুদান, অধিকার নয় এই কথা তিনি আগেও জানিয়েছেন আজ আরও একনার একই কথা শোনা গেল তাঁর মুখে। কেন্দ্র ও রাজ্য একই হারে কেন ডিএ পাবে? এই প্রশ্নও শোনা গেল তাঁর মুখে। এদিকে ডিএ আন্দোলনকারীদের উদ্দেশ্যে মমতার হুঙ্কার, সরকারি কর্মীরা মাসের ১ তারিখে বেতন পান, অবসরপ্রাপ্তরা পেনশনও পান। মমতার প্রশ্ন, আর কী চাই? আগে তো তাও পেতেননা কেউ।