`দুয়ারে দুয়ারে সরকার` প্রকল্পের ঘোষণা মমতার । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 10 Second

দোর গড়ায় নির্বাচন। আর তার আগে সাধারণের ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার খাতরার সরকারি জনসভা থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি। এদিন নির্বাচনের আগে সরকারি কল্যাণ প্রকল্পের কাজ শেষ করতে প্রশাসনিক কর্তাদের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের আওতায় সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের অভাব অভিযোগ মেটাতে প্রতি জেলায় ক্যাম্প করবেন প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত থাকলে এবার তার কাছে পৌঁছবেন সরকারি আধিকারিকরা।

খাতড়ার সভায় মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্প প্রসঙ্গে বলেন, “ভোটের মুখে জনগণের আরও কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। এখনও যাঁরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য অথচ পাননি, তাঁরা যেমন আবেদন জানাতে পারবেন ওই সব ক্যাম্প থেকে, তেমনই নতুন কোনও দাবিদাওয়া থাকলেও জানাতে পারবেন তাঁরা।” পাশাপাশি এদিন প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের দাবি যতটা সম্ভব মেটানোর চেষ্টা করতে হবে। পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা রাখতে হবে ক্যাম্প। ক্যাম্প চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের সঙ্গে এই কাজেও মনোযোগী হতে হবে সরকারি কর্মীদের।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আশার আলো দেখাচ্ছে 'অ্যাস্ট্রোজেনেকা' । এম ভারত নিউজ

ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দেশের দৈনিক সংক্রমণ। স্বাভাবিকভাবেই টিকা করে বের হবে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। সোমবার টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকার তরফে জানানো হয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয়/তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ‘ভ্যাকসিন ক্যান্ডিডেট’ গড়ে ৭০ শতাংশ কার্যকারি। অর্থাৎ সংস্থার তৈরি একটি করোনা টিকা মানব শরীরে ৯০ শতাংশ কার্যকরী। তাদের দাবি, একটি […]

Subscribe US Now

error: Content Protected