দোর গড়ায় নির্বাচন। আর তার আগে সাধারণের ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিতে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঁকুড়ার খাতরার সরকারি জনসভা থেকে এই প্রকল্পের সূচনা করেন তিনি। এদিন নির্বাচনের আগে সরকারি কল্যাণ প্রকল্পের কাজ শেষ করতে প্রশাসনিক কর্তাদের সময়সীমা বেঁধে দেন মুখ্যমন্ত্রী।

দুয়ারে দুয়ারে সরকার
প্রকল্পের আওতায় সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে মানুষের অভাব অভিযোগ মেটাতে প্রতি জেলায় ক্যাম্প করবেন প্রশাসন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সরকারি প্রকল্পের সুবিধা থেকে কেউ বঞ্চিত থাকলে এবার তার কাছে পৌঁছবেন সরকারি আধিকারিকরা।

খাতড়ার সভায় মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্প প্রসঙ্গে বলেন, “ভোটের মুখে জনগণের আরও কাছে পৌঁছতে চাইছে রাজ্য সরকার। এখনও যাঁরা বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য অথচ পাননি, তাঁরা যেমন আবেদন জানাতে পারবেন ওই সব ক্যাম্প থেকে, তেমনই নতুন কোনও দাবিদাওয়া থাকলেও জানাতে পারবেন তাঁরা।” পাশাপাশি এদিন প্রশাসনিক কর্তাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ, মানুষের দাবি যতটা সম্ভব মেটানোর চেষ্টা করতে হবে। পয়লা ডিসেম্বর থেকে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত খোলা রাখতে হবে ক্যাম্প। ক্যাম্প চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। ভোটার তালিকা সংশোধনের সঙ্গে এই কাজেও মনোযোগী হতে হবে সরকারি কর্মীদের।