হিঙ্গলগঞ্জে মমতা, মাছ-ভাত খেয়ে ঘোষণা নতুন প্রকল্পের। এম ভারত নিউজ

admin

স্টিয়ারিং হাতে নিয়ে লঞ্চ চালাতেও দেখা গিয়েছে তাঁকে।

0 0
Read Time:2 Minute, 3 Second

প্রশাসনিক বৈঠকের পর আজ হিঙ্গলগঞ্জ সফরের দ্বিতীয়দিনে নৌকায় ইছামতীবক্ষে ঘোরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তাঁর সঙ্গে বসিরহাটে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন বেলা ১টা নাগাদ গেস্ট হাউস থেকে বেরিয়ে লঞ্চে করে নদী ভ্রমণ করেন তিনি। এমনকি স্টিয়ারিং হাতে নিয়ে লঞ্চ চালাতেও দেখা গিয়েছে তাঁকে। এরপর ডাসা নদীতে ঢোকেন এবং হাসনাবাদের একটি ঘাটে নেমে সেখানকার মানুষজনদের বাড়ি ঘুরে দেখেন, কথাবার্তাও বলেন তাদের সঙ্গে।

মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এদিন বহু মানুষ ভিড় জমান নদীঘাটে। এরপর হাসনাবাদের চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে চলে যান তিনি। সেখানে স্কুলের বাচ্চাদের সাথেও বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন এবং শীতবস্ত্র বিলি করেন। মুখ্যমন্ত্রীর এই সারপ্রাইজ ভিজিটে বেশ আলোড়ন পড়ে যায় গোটা স্কুল চত্বরে। এর পর নমিতা মণ্ডল নামের এক বাসিন্দার বাড়িতে ঢোকেন। সেখানে সকলের সঙ্গে চাটাই এবং ঝাঁটা বাঁধায় হাত লাগান মুখ্যমন্ত্রী। দুপুরবেলা গৃহস্থের আবদারে উঠোনে বসে স্টিলের থালায় ভাত, পটলের তরকারি আর ট্যাংরা মাছের ঝাল দিয়ে লাঞ্চ সারেন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গুজরাটে শুরু ভোটযুদ্ধ, বড় পরীক্ষা মোদির। এম ভারত নিউজ

গুজরাটের ১৯টি জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ পর্ব চলছে।

Subscribe US Now

error: Content Protected