
সারা বিশ্ব যখন কোভিডের শিকার, দেশজুড়ে লকডাউন, তখন ভুটানে মৃত্যুর কোন তথ্য পাওয়া যায়নি। এমনই এক বিশ্ব চমকানো নজির সামনে এসেছে । বিশ্বাস না হলেও মানতেই হবে। অন্যান্য দেশের মতো ‘করনা’ তার মৃত্যুর থাবা বসাতে পারেনি ভুটানের উপর।
তবে দ্বিতীয় স্টেনের ভাইরাস সংক্রমণ ঘটায় পুনরায় লকডাউন জারি করা হয়েছে। তাই বলে কি জরুরী পরিষেবা বন্ধ করা যায়? একেবারেই না। সেই কারণেই সকাল-সকাল খুলে যাচ্ছে ভারত ভুটান সীমান্ত দ্বার। যত কঠিন পরিস্থিতি হোক না কেন জরুরী পরিষেবা কখনোই বন্ধ হতে পারে না তাই দুধের পরিষেবা জারি থাকলো এই দুই দেশের মধ্যে।

এমনই এক ঘটনার সাক্ষী থাকলো সাংদুপজংখার জেলার অধিবাসীরা। পূর্ব ভুটানের সীমানা সংলগ্ন একটি জেলা। সকাল ছটায় নিয়ম করে খুলে দেওয়া হচ্ছে ভারত ভুটান সীমান্তর দ্বার। ভারতীয়রা এগিয়ে যাচ্ছেন কয়েক মিটার ভেতর পর্যন্ত ,সীমান্তরক্ষী ও অফিসারদের কড়া তত্ত্বাবধানে এগিয়ে আসছেন ভুটানি দুধ সরবরাহকারী রাও। প্রায় ১৪০০ লিটার দুধ সরবরাহ করছেন ভুটানি দুধ বিক্রেতারা। মেনে চলা হচ্ছে সমস্ত গাইডলাইন, মাথায় রাখা হচ্ছে সেলফ ডিসটেন্স ।