করোনা দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল হয়ে যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে হল রাজ্যের প্রশাসনিক মহলকে। কিছুদিন আগেই নির্বাচনী আবহে রাজ্যে করোনা সংক্রমনের মাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে ,নির্বাচন কমিশনের তরফ থেকে প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হয়েছে। তাই আজ মাইকিং-এর মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে তৎপর অবস্থায় দেখতে পাওয়া গেল নিউ টাউন থানার পুলিশকে l অবগত করার পাশাপাশি তাঁরা মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করছেন। যে সমস্ত মানুষ মাস্ক নিয়ে যেতে ভুলে গেছেন তাঁদেরকে একটি করে সার্জিক্যাল মাস্ক এবং হাতে স্যানিটাইজার দেওয়া হচ্ছে। পাশাপাশি মাস্ক পড়ার গুরুত্ব বোঝানোর চেষ্টা চলছে মাইকিং -এর দ্বারা ।নিউটাউন থানার পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় মাস্ক অভিযানে নেমেছে পুলিশ লাঠি হাতে মাইকিং করতে করতে পৌঁছে যাচ্ছে বিভিন্ন এলাকায় বাজার থেকে শুরু করে রাস্তাঘাট। মাস্ক না পড়লেই পুলিশি ধমক এবং সতর্ক করা হচ্ছে। প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। করোনার প্রথম ঢেউয়ের সময় রীতিমতো হাটুগেড়ে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাতে দেখা গিয়েছিল একদল পুলিশকে। সেই ভিডিও ইতিমধ্যেই আবারও ভাইরাল হওয়া শুরু হয়েছে আসলে বর্তমানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এতটাই বেড়ে গেছে । যে অক্সিজেন এবং ওষুধের অভাবে বহু মানুষকে প্রাণ দিতে হচ্ছে।পাশাপাশি করোনা সংক্রমনের দিক থেকে দ্বিতীয় সংক্রমিত দেশের স্থানে নাম লিখিয়েছে ভারত। তাই ইতিমধ্যেই সংক্রমণকে দমন করতে তৎপরতা দেখানো ভীষণভাবে জরুরী, বলেই মনে করছেন প্রশাসনিক মহল।
করোনা রুখতে তৎপর নিউটাউন থানার পুলিশ । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 26 Second