ক্ষমতায় এসেই বড় ঘোষণা ফিরহাদ হাকিমের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 28 Second

করোনা পরিস্থিতির জেরে বন্ধ হয়েছে লোকাল ট্রেন, তাই সোমবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে ভেসেল পরিষেবা। ক্ষমতায় এসেই বাসের সংখ্যা বৃদ্ধির ঘোষণা করলেন নয়া পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্যের এই কঠিন পরিস্থিতিতে একদিকে যেমন করোনা সংক্রমণ বাড়ছে অপরদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি কপালে ভাঁজ ফেলেছে সাধারণ মানুষের, ঠিক সেই কারণেই বেশকিছু রুটের বাস নেই বললেই চলে। তবে এখনও পর্যন্ত ৫০% অফিস খোলা থাকায় , অন্যান্য পরিবহন মাধ্যমের সহযোগিতায় অফিসে পৌঁছাতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই তাঁদের হয়রানির কথা চিন্তা করেই ভেসেল পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিলেন নয়া পরিবহন মন্ত্রী। পাশাপাশি জানানো হয় গতবার সম্পূর্ণরূপে লকডাউনের সময় ভেসেল পরিষেবা চালু করা হয়েছিল তাই এবারও সেই সমস্ত রুটে পুনরায় সোমবার থেকে ভেসেল পরিষেবা চালু করা হবে।

রাজ্যে করোনা সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবাও। মূলত কলকাতার বাইরে থেকে যে সমস্ত নিত্যযাত্রীরা ট্রেনের সহযোগিতায় যাতায়াত করে অফিস পৌঁছতেন , সমস্যায় পড়েছেন তাঁরা।তবে ভেসেল রুট চালু করা হলে বেশ কিছুটা সুবিধা পাবেন তাঁরা।প্রসঙ্গত উল্লেখ্য ২০২১ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসার পরই রাজ্যের বেলাগাম করোনার সংক্রমণ রূখতে লোকাল ট্রেন বন্ধের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পুনরায় ভেসেল রুট চালু নিয়ে বিতর্কে জড়িয়েছেন ফিরহাদ হাকিম।প্রশ্ন উঠছে যদি সমস্ত যোগাযোগ মাধ্যম চালু করা হয়ে থাকে, তাহলে লোকাল ট্রেন বন্ধ করার তাৎপর্য কোথায়?

তথ্য অনুসারে, বর্তমানে রাজ্যে ভেসেলের ৩৮টি রুট রয়েছে, এই রুটগুলিতে যাত্রী সংখ্যাও নেহাত কম নয়। বিশেষ করে অফিস টাইমে এই রোড গুলিতে অনেকেই যাতায়াত করে থাকেন। তাছাড়াও বর্তমানে ভেসেল রুট চালু না থাকায় বেশ কিছু বাসের ঠাসাঠাসি ভির দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রসঙ্গে পরিবহণমন্ত্রী ফিরহাদ বলেন, ‘‘বাস না পেয়ে নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যা সমাধানের জন্য আমরা বাসের সংখ্যা বাড়াচ্ছি। একই সঙ্গে সোমবার থেকে ভেসেল পরিষেবা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনায় মৃত প্যাথলজিস্ট সুবীর দত্ত । এম ভারত নিউজ

করোনার কাছে পরাস্ত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন প্যাথলজিস্ট সুবীর দত্ত। রাজ্যের বেলাগাম করোনা সংক্রমণে সংক্রমিত হয়েছিলেন ৯০ বছর বয়সী সুবীর দত্তও। গত তিন সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শ্বাসজনিত সমস্যার জন্য ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। ক্রমাগত অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছিল বলেই জানা […]

Subscribe US Now

error: Content Protected