বিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হতে হয় এই পোড়া দেশে! মালদহের গোবিন্দপুর এলাকায় সাপের কামড়ে ঝাড়ফুঁকের দাওয়াই দিয়ে গৃহবধূর মৃত্যুর খবরে অবাক নেটদুনিয়া। বিজলী সর্দার নামে ৩৪ বছরের মৃত ঐ গৃহবধূ ২ ছেলেকে নিয়ে একাই থাকতেন বাড়িতে। স্বামী কান্দ্রু সর্দার পেশায় শ্রমিক। বর্তমানে কাজ করছেন বেঙ্গালুরুতে। সোমবার রাতে হঠাৎই হাতে বিষধর সাপ কামড় বসায়। আর তখনই হাসপাতালের বদলে পরিবারের লোকজন ওই মহিলাকে নিয়ে যান স্থানীয় এক ওঝার কাছে। ঝাড়ফুক করতে কেটে যায় বেশ কয়েক ঘন্টা। ব্যস! তারপর আর প্রাণ নিয়ে ফিরতে পারলেন না বিজলী দেবী।

সূত্রের খবর গ্রামের ওঝা নানান কেরামতির পরেও বিষ নামাতে ব্যর্থ হলে পাশের গ্রামে আরেক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ওই গৃহবধূকে। তারপরেও বিষ না নামায় প্রতিবেশীরা বিজলী দেবীকে নিয়ে যান মালদহ মেডিক্যাল কলেজে। আর সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসঙ্গ উল্লেখ্য, এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে মালদহের বিজ্ঞান মঞ্চের সম্পাদক সুনীল চন্দ্র দাস বলেন, ‘ঠিক সময়ে ওই গৃহবধূকে হাসপাতালে নিয়ে আসলে সে বেঁচে যেত । বিজ্ঞান মঞ্চের কর্মীরা সব সময় মানুষকে সচেতন করছে কিন্তু তার পরেও কিছু মানুষ কুসংস্কারকে এখনও বিশ্বাস করে যাচ্ছে । যা শুনে আমাদের খুব লজ্জা বোধ হচ্ছে। আমরা এই বিষয়ে আরও বেশি মানুষকে সচেতন করব।’