ফের ৩৫০ টি পরিবারের যোগদান বিজেপিতে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 18 Second

নিজস্ব প্রতিনিধি, বীরভূম : দুবরাজপুরে দুই প্রাক্তন কাউন্সিলর সহ ৩৫০ টি পরিবার তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। ভোটের আগে দলবদলের খেলার সাথে সরগর হয়ে যাচ্ছে প্রতিটি দলই। বিধানসভা নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে গত কয়েক দিনে তৃণমূল থেকে দলবদল করেছেন বেশ তাবড় তাবড় কিছু নেতা।

বঙ্গ নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রতিটি দলই তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। ঠিক এই সময়ে বীরভূম জেলার দুবরাজপুর শহরে তৃণমূল কংগ্রেসে ভাঙন দেখা গেল। আজ দুবরাজপুর এই অনুষ্ঠিত হয়েছিল বিজেপির যোগদান মেলা। আর সেখানেই দুবরাজপুর মাদৃক সংঘ ময়দানে তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দুবরাজপুর পৌরসভার দুই প্রাক্তন কাউন্সিলর , সত্যপ্রকাশ তেওয়ারি ওরফে মুন্না তেওয়ারি ও ভুতনাথ মণ্ডল।

শুধু তাই নয় পাশাপাশি দুবরাজপুর পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড থেকে ৩৫০ টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। এদিন উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিজেপির প্রার্থী অনুপ সাহা, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, দুবরাজপুর শহর সভাপতি সন্দীপ আগরওয়াল সহ অন্যান্যরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে তাঁরা বলেন, এই বছর নির্বাচনে যে বিজেপি জিততে চলেছে সেই বিষয়ে তাঁরা হাজার শতাংশ নিশ্চিত। এবং আগামী দিনে যে বিজেপিতে আরও মানুষ যোগদান করতে চলেছেন সে বিষয়েও নিশ্চিত বিজেপির দলীয় কর্মী সমর্থকরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সরকারি অধ্যাপক নিয়োগে দুর্নীতি, অভিনব প্রতিবাদ কলেজস্ট্রীটে । এম ভারত নিউজ

পশ্চিমবঙ্গে প্রাইমারি,এস.এস.সির মতই দুর্নীতির অভিযোগ উঠেছে কলেজে সরকারি অধ্যাপক নিয়োগের ক্ষেত্রেও। অভিযোগ কোন প্রার্থী কত নম্বর পেয়ে মেধা তালিকায় জায়গা পেয়েছেন তার কোনো উল্লেখই নেই কোথাও। এমনকি উঠছে মেধা তালিকা বহির্ভূত প্রার্থীদের নিয়োগ করা হয়েছে এমন অভিযোগও।এরই প্রতিবাদে কলেজস্ট্রীটে প্রতিবাদ চলে। প্রতিবাদকারীদের দাবী, যোগ্য হয়েও মেলেনি ক্লাসরুমে পড়ানোর অধিকার, তাই […]

Subscribe US Now

error: Content Protected