Read Time:40 Second
দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যে চালু হতে চলেছে লোকাল ট্রেন পরিষেবা। বৃহস্পতিবার রেল-রাজ্য বৈঠক শেষে জানানো হয় প্রতিদিন গড়ে 181 জোড়া ট্রেন চালানো হবে। যার মধ্যে হাওড়া ডিভিশনে চলবে 50 জোড়া ও শিয়ালদা ডিভিশনে 114 জোড়া ট্রেন চালাবে রেল। বাকি ট্রেনগুলি খড়গপুর ডিভিশনে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনজরে দেখে নিন শিয়ালদা ডিভিশনে চলা ট্রেনের সময়সূচি…



