নিজস্ব প্রতিনিধি, হাওড়া : কোভিড আতঙ্ক কাটিয়ে হাওড়ায় খুলে গেল স্কুল।তবে ছাত্রছাত্রীদের একাধিক বিধি নিষেধ মানতে হবে। গত কয়েকদিন আগেই সরকারিভাবে নির্দেশিকা জারি হয়েছিল। নবম থেকে একাদশ শ্রেণী পযর্ন্ত ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল খোলার ইচ্ছা প্রকাশ করে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেইমত শুক্রবার থেকে খুলে গেল স্কুল। সারা রাজ্যের পাশাপাশি হাওড়াতে খুলল সমস্ত উচ্চবিদ্যালয়।
এদিন সারা রাজ্যের পাশাপাশি গ্রামীণ হাওড়ার পাঁচলা থানার অন্তর্গত বেলকুলাই চন্দ্রকুমার অধরচন্দ্র বিদ্যাপীঠে দেখা গেল স্কুলের সেই চেনা ছবি। নবম,দশম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হল পঠনপাঠন। মাস্কের পাশাপাশি থার্মাল চেকিং করে শরীরের তাপমাত্রা মেপে তবেই স্কুলে প্রবেশের অনুমতি মিলছে। একমাত্র জ্বর,সর্দি,কাশিজনিত উপসর্গ থাকলে স্কুলে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকছে। শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেরই ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। দীর্ঘ একবছর পর স্কুলের ঘন্টার ঢং ঢং আওয়াজে খুশী পড়ুয়া থেকে শিক্ষক সকলেই।