দুই পরিবারই ভাসছে আনন্দের সাগরে। একদিনে আগমন ঘটল ২ নবজাতকের। একদিকে বিরুষ্কার ঘর আলো করে এলো কন্যা সন্তান। অপরদিকে দঙ্গল কন্যা ও কমনওয়েলথ বিজয়ী ববিতা ফোগাট ও বিবেকের ঘরেও নবজাতক। সোমবার নবজাতক শিশুকে নিয়ে বিবেকের সাথে ছবি পোস্ট করলো ববিতা, ফ্যানদের উদ্দেশ্যে বললেন, “মিলুন আমাদের পরিবারের সুর্যোদয়ের সাথে ।পাশাপাশি বললেন, স্বপ্ন দেখায় বিশ্বাস করুন, কারণ তা সত্যিও হয়।’’

অপরদিকে , যখন ক্রিকেট জগতে এক অদ্ভুত উন্মাদনা চলছে ম্যাচ নিয়ে সেই মুহূর্তেই আসে সুখবর বিরাট অনুশকার জীবনে। জানতে পারা যায়একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা ,বাবা হয়েছেন বিরাট কোহলি । সেই থেকে শুরু হয়ে যায় বিরুস্কার ফ্যান দের অধীর আগ্রহে অপেক্ষা করা নবজাতক এর ছবি দেখার জন্য । ওইদিনই সদ্য কাকা হওয়া বিকাশ কোহলি একটি শিশুর পায়ের ছবি পোস্ট করেন তার সোশ্যাল মিডিয়াতে ।এই নিয়ে টান টান উত্তেজনা ।

পাশাপাশি, বিরাট অনুশকার জুটি নিয়ে এক অদ্ভুত কেমিস্ট্রি আছে বলেই মনে করেন তার ভক্তরা। ভারতীয় দল বিদেশ সফরে গেলে গ্যালারিতে দেখতে পাওয়া গেছে অনুষ্কা শর্মা কে। আগেই বোর্ডের কাছ থেকে টেস্ট চলাকালীন ফিরে আসার অনুমতি নিয়ে ছিলেন বিরাট। কেননা সেই সময় ডেলিভারির কথা আছে অনুষ্কার। রাজি হয়েছিল বোর্ড। সেই মাহেন্দ্রক্ষণেই বিরাটের পরিবারে আগমন হয় নতুন সদস্যের।
অপরদিকে জঙ্গলের ববিতা এবং বিবেকের বিবাহ হয়েছিল ২০১৯ এর ডিসেম্বর মাসে। নিজের পৈত্রিক বাড়িটিতে বিবাহ সম্পন্ন করেন ববিতা। পাশাপাশি সাত পাক ঘোরার পরিবর্তে ঘোরেন আট পাক। এই নিয়ে প্রশ্ন করলে উত্তর তিনি জানান যে দেশে নির্যাতিত সংখ্যা এত বেশি, সেই নির্যাতিতাদের উদ্দেশ্যে আরও ১ পাক ঘোরেন তিনি। শুধু তাই নয় প্রধানমন্ত্রীর “বেটি বাঁচাও, বেটি পড়াও” কর্মসূচিতে যোগদান করেছিলেন তিনি। এই দিন উভয় পরিবারের বন্ধু মহল থেকে শুভেচ্ছার বন্যা বইতে থাকে সদ্যোজাত নবজাতক এবং নতুন বাবা মায়ের জন্য।