0
0
Read Time:1 Minute, 22 Second
করোনায় ফের মৃত্যু হল এক বিধায়কের। কোভিডে আক্রান্ত হয়ে আজ প্রাণ হারালেন বিধায়ক গুরুপদ মেটে। জানা গেছে দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হন বিধায়ক। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে। প্রথমে তাঁকে ওন্দা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। তারপরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে মৃত্যু হল বিধায়কের । ইন্দাসের দু’বারের বিধায়ক ছিলেন গুরুপদবাবু। দলীয় বিধায়কের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শোকবার্তায় তিনি বলেন, এই মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। তিনি গুরুপদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। পরিবারকে সবরকম সহায়তা করবে বলেই আশ্বাস দিয়েছেন তিনি।