Read Time:1 Minute, 7 Second
ভয়াবহ দুর্ঘটনা উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলায় । গাড়ির পর লরি উলটে মৃত ৮ । মঙ্গলবার রাতে একটি স্করপিও গাড়িতে করে ১০ জন বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন । সেই সময়েই বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ওপর উলটে যায় । ঘটনাস্থলেই গাড়িতে থাকা ৮ জন যাত্রীর মৃত্যু হয়েছে । বাকি ২ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি । খবরটি পাওয়া যায় আজ বুধবার সকালে । জেলা পুলিশ টুইটারে জানিয়েছে, পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকার দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে সম্ভাব্য ত্রাণের পাশাপাশি আহতদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থার নির্দেশও দিয়েছে ।
