সংক্রমণ রুখতে লকডাউনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রে । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 54 Second

দেশজুড়ে বাড়ছে সংক্রমণ। আগামী ১লা জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ালো মহারাষ্ট্রের উদ্ভব ঠাকরের সরকার। আগামী ১ জুন সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রে লকডাউনের বিধি নিষেধ জারি থাকবে বলে জানানো হল মহারাষ্ট্র সরকারের তরফে। শুধু তাই নয়,সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখে প্রতিদিন চার ঘণ্টা করে জরুরি পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এমনকি জরুরি প্রয়োজনে ব্যবহার করা যাবে ট্যাক্সি, অটো এবং যেকোনো পরিবহন মাধ্যম এমনকি রাজ্য সরকারের তরফ থেকে ৫০% পর্যন্ত পরিবহন মাধ্যম গুলি চালনা করা যাবে বলে জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে বাইরে বেরোনোর আগে অবশ্যই যথোপযুক্ত কারণ দেখাতে হবে সেই ব্যক্তিকে।

মহারাষ্ট্রে আগামী দিনগুলির লকডাউনের জন্য জারি করা নিয়মগুলির মধ্যে কয়েকটি নিম্নরূপ –

১) নির্দেশ অনুসারে বহি রাজ্য থেকে মহারাষ্ট্রের প্রবেশ করতে গেলে নেগেটিভ rt-pcr রিপোর্ট অত্যাবশ্যক করা হয়েছে।

২) অত্যাবশ্যক rt-pcr রিপোর্টের ক্ষেত্রে রাজ্যে প্রবেশের ৪৮ ঘণ্টার আগেই রিপোর্ট করাতে হবে বলে জানানো হয়েছে মহারাষ্ট্রে সরকারের তরফে।

৩) কার্গো বহনের ক্ষেত্রে সর্বোচ্চ দুজন ব্যক্তিকে একসঙ্গে সফরের অনুমতি দেওয়া হয়েছে।

৪) অন্য রাজ্য থেকে ,আগত ব্যক্তির rt-pcr টেস্টের রিপোর্ট সাত দিনের জন্য বৈধতা পাবে, যদি সেই ব্যক্তি মহারাষ্ট্রের বাসিন্দা না হয়ে থাকেন।

৫) আপাতত বিয়ে বা অনুষ্ঠানের জন্য মাত্র ২৫ জনের জমায়েতের অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার। তবে সেই অনুষ্ঠান ২ ঘণ্টার মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র সরকারের তরফ থেকে সর্বপ্রথম ৫ এপ্রিল এই আংশিক লকডাউন জারি করা হয়েছিল। তারপর ১৫ এপ্রিল ১৪৪ ধারা জারি করা হয় এই রাজ্যের সুরক্ষার্থে। বর্তমানে সেই সমস্ত নিষেধাজ্ঞা আগামী পয়লা জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল মহারাষ্ট্র সরকারের তরফে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনায় মৃত খেলোয়াড়ের পরিবারকে আর্থিক সাহায্য ক্রীড়ামন্ত্রকের । এম ভারত নিউজ

মৃত হকি খেলোয়াড়দের পরিবারকে আর্থিক সহযোগিতা ঘোষণা করা হল ক্রীড়ামন্ত্রকের তরফে। ভারতীয় হকির দুই কিংবদন্তি , রবীন্দ্র পাল সিং ও মহারাজ কৃষ্ণ কৌশিক, একই দিনে দুটি নক্ষত্র পতন ঘটেছে হকির জগতে।এমন অবস্থায় ভারতীয় হকির দুই কিংবদন্তি তারকার পরিবারের পাশে দাঁড়াল দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। মৃত দুই কিংবদন্তি খেলোয়াড়ের পরিবার পিছু […]

Subscribe US Now

error: Content Protected