দিল্লিতে গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু সংখ্যা ১০৪ যা কিনা এসময়ের সর্বাধিক রেকর্ড। এটাই এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৭,০৫৩ জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ২৮ । ৪ লক্ষ ১৬ হাজার ৫৮০ জন মানুষ ইতিমধ্যেই সুস্থ হলেও সংক্রমণ আর মৃত্যু হার মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে । গত অক্টোবর মাস থেকে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল । তবে, মৃত্যু হারও এত বেশি ছিল না । এখন আর তা নেই । লাগাম ছাড়া সংক্রমণের সঙ্গেই দৈনিক মৃত্যুর সংখ্যার গ্রাফও এ বার ঊর্ধ্বমুখী । এর আগে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৯০এর ঘরে ছিল তবে এবার ১০০-র কোটা পার করে চিন্তায় ফেলল গোটা দিল্লিবাসিকে । শিত পড়তে না পড়তেই রেকর্ড সংক্রমণ এবং মৃত্যু । এর পরে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে দিল্লী । এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিসাস্টার কন্ট্রোল ।
গত ২৪ ঘন্টায় সংক্রমণে রেকর্ড মৃত্যু দিল্লিতে । এম ভারত নিউজ
দিল্লিতে গত ২৪ ঘন্টায় রেকর্ড মৃত্যু সংখ্যা ১০৪ যা কিনা এসময়ের সর্বাধিক রেকর্ড। এটাই এ পর্যন্ত সর্বোচ্চ দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৭,০৫৩ জন । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ২৮ । ৪ লক্ষ ১৬ হাজার ৫৮০ জন মানুষ ইতিমধ্যেই সুস্থ হলেও সংক্রমণ আর মৃত্যু হার মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করেছে । গত অক্টোবর মাস থেকে রাজধানীতে আক্রান্তের সংখ্যা বাড়ছিল । তবে, মৃত্যু হারও এত বেশি ছিল না । এখন আর তা নেই । লাগাম ছাড়া সংক্রমণের সঙ্গেই দৈনিক মৃত্যুর সংখ্যার গ্রাফও এ বার ঊর্ধ্বমুখী । এর আগে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ৯০এর ঘরে ছিল তবে এবার ১০০-র কোটা পার করে চিন্তায় ফেলল গোটা দিল্লিবাসিকে । শিত পড়তে না পড়তেই রেকর্ড সংক্রমণ এবং মৃত্যু । এর পরে আরও ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে দিল্লী । এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর ডিসাস্টার কন্ট্রোল ।