সম্মতি পত্রে সই করলেই মিলবে টিকা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 28 Second

কোভ্যাক্সিনের কার্যকারিতা নিয়ে প্রথম থেকেই বিতর্ক চলে এসেছে। আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশিকা ঘিরে ফের উঠলো বিতর্ক। নির্দেশিকায় জারি হয়েছে টিকা নিতে গেলে সই করতে হবে সম্মতি পত্রে। রাজ্য স্বাস্থ্য দফতরকে পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, কোভ্যাক্সিন টিকা দেওয়ার আগে আবশ্যিক ভাবে টিকা গ্রহণকারীর সম্মতিপত্রে লিখিত অনুমোদন নিতে হবে। পাশাপাশি যারা টিকা নিচ্ছেন তাদের ওপর রাজ্য স্বাস্থ্য দফতরকে ৩ মাস নজরদারি চালাতে হবে।

বিতর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে কোভ্যাক্সিন কার্যকারিতা নিয়ে। প্রশ্ন উঠেছে কতটা সুরক্ষিত কোভ্যাক্সিন ? যদি টিকা সম্পূর্ণ সুরক্ষিত না হয় তাহলে কেন এত তাড়াতাড়ি অনুমোদন দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন উঠেছে। এর আগেই কেন্দ্রীয় সরকার ভারত বায়োটেকের কাছে ৫৫ লাখ কোভ্যাক্সিনের ডোজ অর্ডার করেছে। প্রসঙ্গত, সরকার জানিয়েছে দিয়েছে কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর কারও শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনও শারীরিক সমস্যা দেখা দিলে ক্ষতিপূরণ দিতে হবে ভারত বায়োটেককেই ।

প্রথম ও দ্বিতীয় দফার কোভ্যাক্সিন-এর ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গিয়েছে, শরীরে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করছে কোভ্যাক্সিন৷ তাও ক্লিনিক্যালি এই টিকার কার্যকারিতা এখনও প্রমাণিত হয়নি৷ এখনও তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। পাশাপাশি অনুমোদন ফর্মে বলা হয়েছে, “টিকা গ্রহণের অর্থ কখনোই এটা নয় যে, অন্যান্য সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন নেই।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি অরূপ রায় । এম ভারত নিউজ

বুকে ব্যাথা নিয়ে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় তথা হাওড়া (শহর) তৃণমূল সভাপতির। রবিবার ভোরে আচমকাই শ্বাসকষ্ট, বুকে অনুভব করেন তিনি। এরপরই তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয়। পরিবার সূত্রে খবর, শনিবার থেকেই অসুস্থতা বোধ করছিলেন তিনি। যদিও হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে, […]

Subscribe US Now

error: Content Protected