প্রিয়াঙ্কার পরে জনসংযোগে মমতাও, লক্ষ্য ভবানীপুর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 26 Second

দীর্ঘ প্রতীক্ষার অবসান।আগামী ৩০ শে সেপ্টেম্বর হতে চলেছে ভবানীপুর বিধানসভা উপনির্বাচন। জানা যাচ্ছে তার আগেই, হিন্দিভাষীদের ভোটব্যাঙ্ক নিজের দখলে নিয়ে আসার জন্য হিন্দিভাষী রাজ্য বাসীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন তিনি । আগামী ১৬ সেপ্টেম্বর ৭২ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার সাধারণ মানুষের সঙ্গে বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ওইদিন বিকাল চারটে নাগাদ এই সভা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি হিন্দিভাষী সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার জন্য, এই সভার আয়োজন করছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য গত কালই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের সাধারন মানুষের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় বিরোধীদলের প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। একজন দুঁদে আইনজীবী হওয়ার কারণে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য গত বিধানসভা নির্বাচন ২০২১ এ ভবানীপুরে তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছিলেন শোভন দেব চট্টোপাধ্যায় ।আর সেখানে মোট ২৮৫৬০ ভোটে জয়লাভ করেছিলেন তিনি তবে ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে বেশ কিছুটা পিছিয়ে ছিল তৃণমূল। পরবর্তীতে জানতে পারে গেছে ওই দুই ওয়ার্ডে হিন্দিভাষী সাধারণ মানুষের বসবাস। যার ফলে ওই দুই ওয়ার্ডে বিপুল সংখ্যায় ভোটব্যাঙ্ক পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। আর সেই কারণেই এবার হিন্দিভাষী সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে এক সভার আয়োজন করেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আজ থেকে বন্ধ কলকাতার সমস্ত কো-ভ্যাকসিন কেন্দ্র । এম ভারত নিউজ

মিলছে না পর্যাপ্ত কোভ্যাকসিন। টিকাকরণ কেন্দ্রে কোভ্যাকসিনের অভাবে কার্যত ধুন্ধুমার লেগেছে। কিন্তু যোগান নেই এই ভ্যাকসিনের। আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হচ্ছে কলকাতার সমস্ত কোভ্যাকসিন কেন্দ্র। কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত কোভ্যাকসিন পাঠাচ্ছে না যার ফলে রাজ্যে দেখা গেছে ভ্যাকসিনের অপ্রতুলতা বলেই জানা যাচ্ছে । কোভ্যাকসিন কেন্দ্র বন্ধ থাকলেও অন্যান্য ভ্যাকসিন […]

You May Like

Subscribe US Now

error: Content Protected