
রেল অফিসে যে বিধ্বংসী আগুনে ৭ জনের মৃত্যু হয়, সে পরিবারগুলির পাশে দাঁড়াতে প্রতিশ্রুতি বদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারের একজন করে সদস্যকে চাকরি দেওয়া ছাড়াও আর্থিক অনুদানের সহায়তা করার ঘোষণা করেছেন তিনি । শুধু তাই নয় পাশাপাশি রেল মন্ত্রকের ভূমিকার ব্যাপারেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
গতকালের ঘটনা ঘটে যাওয়ার পরেই রাত্রিবেলা ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি কথা বলেন সমস্ত দমকল কর্মীদের সাথে । সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে , লিফটে মৃত্যু হয়েছে সাতজনের। তাঁদের মধ্যে চারজন দমকলকর্মী। বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করে মুখ্যমন্ত্রী বলেছেন। সরকার ঠিক করেছেন মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে।

এই অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে গেছে রেলের অনলাইন বুকিং । আগুন নেভানোর কাজে বন্ধ করতে হয়েছে বিদ্যুৎ সংযোগ ফলে বন্ধ হয়ে গেছে সমস্ত রকম পরিষেবা। সকালেও বেশ কিছু ট্রেনের সংরক্ষিত তালিকা প্রকাশ নিয়ে অসুবিধায় পড়েন রেলের কর্মীরা।
পাশাপাশি এই ঘটনার তদারকি করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগুন লাগলে লিফট ব্যবহার করা উচিত নয়। ঘটনাস্থল থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার তাগিদে অনেকেই লিফট ব্যবহার করেছেন তবে তা হিতে বিপরীত হয় , সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন প্রত্যেকে।