স্থগিত রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা, জানালেন মুখ্যসচিব । এর আগে জুন মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং তৃতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিক হওয়ার কথা ছিল । তবে এই মুহূর্তে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা আপাতত স্থগিত রাখছে রাজ্য । উল্লেখ্য রাজ্যে এখন কার্যত ১৫ দিনের লকডাউন চলছে, এমতাবস্থায় পরীক্ষার নির্দিষ্ট আয়োজনের সময় পাওয়া যাবে না বলেই জানাচ্ছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় । আজকের সাংবাদিক সম্মেলনে আগামী ১৫ দিনের আংশিক লকডাউনের ঘোষণার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে তিনি জানান, ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেছেন। জুন মাসে কোনও পরীক্ষা হবে না। শিক্ষা দফতর সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলে পরে টাইম ফ্রেম করবেন।’ তারপর নোটিফিকেশন করবেন।

উল্লেখ্য নয়া সরকার গঠন হওয়ার পর আগামী সোমবার ব্রাত্য বসু রাজ্যের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন । সেদিনই এই বিষয়ে কোন নতুন ঘোষণা করতে পারেন তিনি । আলাপনবাবু জানিয়েছিলেন, পরবর্তী সময়ে নোটিফিকেশন জারি করে পরীক্ষার দিনক্ষণ জানানো হতে পারে । সে মতই কোন সিদ্ধান্ত সেদিন নেওয়া হলেও হতে পারে বলেই সূত্রের খবর ।