উপনির্বাচনে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবেনা কংগ্রেস, এমনটাই ঘোষনা করলেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তীব্র তৃনমূল বিরোধী অধীরের গলায় এহেন বেসুরো ঘোষণায় কার্যতই তোলপাড় রাজ্য রাজনীতি। ২০২৪ এর লোকসভা ভোটের আগেই কংগ্রেসের এহেন সিদ্ধান্তে নতুন কোনো সমীকরণের ছায়া দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্য, ভবানীপুর থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তাই সেখানে কংগ্রেস প্রার্থী দিলেও তাঁর জেতার সম্ভাবনা নেই বললেই চলে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানিয়েই ওই কেন্দ্রে প্রার্থী দেবেনা কংগ্রেস। একই কথা এআইসিসির নেতাদেরকেও জানিয়েছেন তিনি। তাঁর কথায় ”মুখ্যমন্ত্রী নিজে ভোটে দাঁড়িয়েছেন। এই অবস্থায় আমরা যা ভোট পাই না কেন, আমার মনে হয় আমাদের প্রার্থী দেওয়ার কোনও প্রয়োজন নেই।” কিন্তু রাজ্য রাজনীতিতে প্রবল মমতা বিরোধী বলে পরিচিত অধীরের গলায় হঠাৎ এই বেসুর কেন? বিশ্লেষকদের ধারণা এই সিদ্ধান্তের পিছনে বেশ কিছুটা রয়েছে দিল্লির চাপ। একুশের বিধানসভা নির্বাচনে যেভাবে বিজেপির মতন শক্তিশালী দলকে গোহারা হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে দেশের রাজনীতিতে বেশ অনেকখানিই গুরুত্ব বেড়েছে তাঁর। আর তার ফলেই কার্যতই মমতার ‘গুড বুকে’ থাকতে চাইছে কংগ্রেস। এছাড়াও অধীরের তীব্র মমতা বিরোধিতা যে রাজ্যে হিতে বিপরীতই ঘটিয়েছে তাও বলাই বাহুল্য।
যদিও এই জল্পনা অস্বীকার করেছেন অধীর।
পুরো ব্যাপারটিকে প্রতীকি বলে দাবী করে অন্য আসন গুলিতে কংগ্রেস লড়বে বলেই জনিয়েছেন তিনি।