রাজ্যে ভোটের মরসুমে চতুর্থ দফায় প্রাণ গেল চারজনের, আর তারই প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বর্ধমানে রোড শো করলেন| হুইলচেয়ারে বসে নেত্রী মমতার বন্দোপাধ্যায়, হাতে জ্বলন্ত মোমবাতি। সঙ্গে জনজোয়ার। ভাঙা পা নিয়েই বর্ধমান শহরে রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী|এদিন শহরের পুলিশ লাইন থেকে স্পন্দন স্টেডিয়াম পর্যন্ত রোড শো করেন, গোটা রোড শো’য় মোমবাতি হাতে ধরে রাখেন|তৃণমূল সূত্রের খবর, শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলির প্রতিবাদ জানাতেই এদিন মোমবাতি হাতে নিয়ে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়|এদিন পুলিশ লাইনে রোড শো শুরুর আগে ছৌ, রণপা শিল্পীরা অনুষ্ঠান শুরু করে দেন রাস্তায়। এছাড়া আদিবাসী লোকশিল্পীরাও ছিলেন। সঙ্গে ডিজের সুরে ‘খেলা হবে’ গান এবং রোড শো তে মাইকে বাজছে, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।
রাজপথের দুই ধারের অপেক্ষাকৃত মানুষজনকে তৃণমূল নেত্রী কখনও হাত নেড়েছে, আবার কখনও হাতজোড় করে নমস্কার করেছেন|এই রোড শো’য় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিশোরী ও তরুণী রাও উপস্থিতি ছিলেন|এদিনের রোড শো’য় পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পূর্বস্থলি দক্ষিণের প্রার্থী স্বপন দেবনাথ, মন্তেশ্বরের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বর্ধমান দক্ষিণের প্রার্থী খোকন দাস, বর্ধমান উত্তরের নিশীথ মালিক, রায়নার শম্পা ধাড়া-সহ জেলার বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা ছিলেন।জেলা তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “নেত্রীর এই রোড শো দলকে আরও উজ্জীবিত করেছে।” জেলা তৃণমূল সভাপতি স্বপন দেবনাথের কথায়, “এই জেলার সব কটি আসন আমরা নেত্রীকে উপহার দিতে চাই। দু’দিন আগেও তিনটি সভা করে গিয়েছেন নেত্রী। এদিন রোড শো হল বর্ধমানে। ভোটের আগে ফের প্রচারে আসবেন নেত্রী।”