
বঙ্গ ভোটের আগে বিজেপির শীর্ষ নেতাদের বাংলায় আগমন নতুন নয়। গতদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছিলেন বীরভূমে। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা করেছিলেন এবং কর্মসূচি অনুযায়ী আজ তাঁর দিল্লি ফিরে যাবার কথা ।তবে যাবার আগে বিজেপির ‘চায়ে পে চর্চা ‘কর্মসূচিতে যোগদান করলেন তিনি । যদিও গতকাল রাত্রের আগে অবধি এই কর্মসূচিতে কোন প্রশাসনিক অনুমতি পাওয়া যায়নি। পরবর্তীতে অনুমতি পাওয়া গেলে আজ সকালে খড়গপুরে কলাইকুণ্ডার কাছে হরিয়াতাড়া গ্রামে দলের এই কর্মসূচির আয়োজন করা হয়৷ নাটোর উপস্থিতির কথা জানতে পেরে একে একে বিজেপির দলীয় কর্মী সমর্থক রা উপস্থিত হন সভাস্থলে ।
আজ সকালে চায় পে চর্চা শীর্ষক অনুষ্ঠানে যোগদান করে তৃণমূলের নেত্রী মমতা বন্দোপাধ্যায় কে তুলোধোনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্য বাসীদের জন্য কিছুই করেননি বরং গুন্ডামি চলছে এই রাজ্যে। সাধারণ মানুষ অসন্তুষ্ট হয়েছেন তাদের রাজত্বকালে। পাশাপাশি আশ্বাস দিয়েছেন দলীয় সমর্থকদের বলেছেন রাজ্যে এবার বিজেপি আসবে, তৃণমূলের গদি ছাড়তে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।