বীরভূমের ভোটের আগেই গরু পাচার মামলায় অনুব্রতকে তলব সিবিআই-এর । এম ভারত নিউজ

user
0 0
Read Time:3 Minute, 1 Second

একুশের বঙ্গ নির্বাচনে ২৯শে এপ্রিল শেষ দফায় ভোট বীরভূমে। আর ভোটের ঠিক আগেই বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে গরু পাচার মামলায় তলব করল সিবিআই। অনুব্রত মন্ডলকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতায় সিবিআইয়ের দপ্তর নিজাম প্যালেসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। উল্লেখ্য বীরভূমের ভোটের আগেই অনুব্রতকে শমন পাঠানোর নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসা আছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

উল্লেখ্য, একুশের বঙ্গ নির্বাচনের আবহে এই গরু ও কয়লা পাচার কান্ডের জেরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যে বিধানসভা ভোটের আগে গরু ও কয়লা পাচার কাণ্ডে জড়িত রাঘব বোয়ালদের জালে আনতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গুলি। তদন্তের পর গত ফেব্রুয়ারি মাসে গরু পাচার কাণ্ডে চার্জশিট পেশ করেছিল সিবিআই। গরু পাচার চক্রের মূল পান্ডা এনামুল হক, বিএসএফ আধিকারিক সতীশ কুমার, এবং আনারুল শেখ-সহ আরও সাতজনের নাম ছিল চার্জ শিটে। পাচারের অন্যতম দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর জেরা করে নানা তথ্য উঠে আসে তদন্তকারী সংস্থা হাতে, তার ভিত্তিতে তাঁরা তদন্তের পরবর্তী পর্যায়ে পৌঁছনোর কাজ করছেন। এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থা। এর আগেই গরু ও কয়লা পাচার কাণ্ডে যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের নাম সামনে এসেছিল। এরপর ইডি নয়াদিল্লি থেকে বিকাশকে গ্রেপ্তার করেছিল। কিন্তু বিনয় মিশ্র এখন পযর্ন্ত পলাতক।

উল্লেখ্য কিছুদিন আগে হিসাব বহির্ভূত ও আয়ের অধিক সম্পত্তি থাকার অভিযোগে অনুব্রত মন্ডল এবং তাঁর চারজন আত্মীয় কে নোটিশ পাঠিয়েছিল আয়কর দপ্তর। এরপর আজ অনুব্রত মন্ডলকে গরু ও কয়লা পাচার মামলায় তলব করল সিবিআই। এ নিয়ে অনুব্রত মন্ডলের কাছ থেকে অবশ্য কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার কতখানি প্রভাব পড়বে বীরভূমের ভোটের উপর, তার উত্তর পাওয়া যাবে ২রা মে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আক্রান্ত পার্ণো মিত্র । এম ভারত নিউজ

ভোট দিতে পারলেন না বিজেপি প্রার্থী পার্ণো মিত্র। করোনা আক্রান্ত হওয়ায় ক্ষোদ ভোটদান কেন্দ্রে পৌঁছতে পারলেন না বরানগরের বিজেপির প্রার্থী। করোণায় আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী পার্নো মিত্র, তাই ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ভোট কেন্দ্রে যেতে পারবেন না তিনি। সপ্তম দফার নির্বাচনে ভোট দেওয়ার কথা ছিল তাঁর। তবে ভোট দিতে না পেরে […]

Subscribe US Now

error: Content Protected