0
0
Read Time:1 Minute, 9 Second
বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা কেন্দ্রীয় সরকারের, উপসর্গ থাকলেও Rapid Antigen Test-এ করোনা রিপোর্ট নেগেটিভ এলে ফের তাঁর কোভিড পরীক্ষা করাতে হবে । অন্যদিকে যেমন টেস্ট বাড়ছে তেমন সংক্রমণের সংখ্যাও প্রায় ১ লাখের কাছে পৌঁছে গিয়েছে । করোনার এক ভয়াবহ চিত্রের সম্মুখিন গোটা দেশ । গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৫৫১ জন, ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১২০৯ জনের । দেশে মোট সংক্রামিত ৪৫ লক্ষ ৬২ হাজার ৪১৫ জন মানুষ । এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের পরিসংখ্যান ৯ লক্ষ ৪৩ হাজারুরতেতে এসে দাঁড়িয়েছে । সুস্থ হয়ে উঠেছেন ৩৫ লক্ষ ৪২ হাজার ৬৬৪ জন । দেশজুড়ে মোট মৃতের সংখ্যা ৭৬ হাজার ২৭১ ।