তালিবান শাসনে ভেঙে পড়েছে আফগানিস্তানের চিকিৎসা ব্যবস্থা । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 31 Second

তালিবানদের প্রতিশ্রুতি ছিল আফগানিস্তানে শান্তি বজায় থাকবে। খুব তাড়াতাড়ি আফগানিস্তানে নিজেদের শাসন কায়েম করতে চলেছে তালিবান। এরই মধ্যে প্রকাশ্যে এলো এক চরম সংকটের ঘটনা। ভেঙে পড়েছে আফগান দেশের চিকিৎসা ব্যবস্থা। সে দেশের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ঝুলছে তালা। মিলছে না রোগীর বেড। যার জেরে কার্যত চিন্তিত হয়ে পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।পশ্চিমী দেশগুলোর সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তালিবান। যার ফলে আমেরিকা,রাশিয়া প্রভৃতি দেশের থেকে আসা অর্থ সাহায্য বন্ধ হয়ে গেছে। দেশের ২৩০০ টি স্বাস্থ্যকেন্দ্রের ৯০% বন্ধের মুখে।দেশের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের হেলথ এজেন্সির regional emergency director রিক ব্রেন্নান।

আপৎকালীন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য WHO প্রায় ৫০০ টি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করছে। যেহেতু কোভিড ১৯ এখনও সক্রিয় তাই করোনা কিট, স্যানিটাইজার, পিপিই কিট পাঠানো হচ্ছে আকাশ পথে। কাবুল বিমানবন্দরে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তালিবান গোষ্ঠী। তাই বিগত কয়েকদিন স্থগিত রাখা হয়েছিল সরবরাহ।দেশে প্রায় সমগ্র অংশ নিজেদের আয়ত্তে এনেছে তালিবান। সেখানে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতার কারণে ফিরে যেতে হয়েছে কিছু করোনা রোগীকে। এরই সঙ্গে তালিবানি ফতোয়া জারি হয়েছে। পুরুষ ও মহিলাদের চিকিৎসা ব্যবস্থা আলাদা করা,মহিলা চিকিৎসকদের কাজে বাধা দেওয়া এসব লেগেই আছে। আফগান নাগরিকরা আর্জি জানাচ্ছেন আর কিছু না হোক অন্তত চিকিৎসার সুবন্দোবস্ত যেন করা হয় তাদের জন্যে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সেনা প্রত্যাহারের পর প্রথম চার মার্কিনী উদ্ধার ! । এম ভারত নিউজ

তালিবান করায়ত্ত আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এই প্রথমবার উচ্ছেদ করা হল ৪ মার্কিনীকে। জানা যাচ্ছে, আজ তালিবান করায়ত্ত আফগানিস্তান থেকে সড়কপথে উদ্ধার করা হয়েছে এই চার মার্কিনীকে। মূলত প্রথমে তাদের আফগানিস্তান থেকে কাতারে নিয়ে যাওয়া হয় । পরবর্তীতে সেখান থেকেই তাঁদের দেশে ফেরানো হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই […]
News_1226

Subscribe US Now

error: Content Protected