রোজভ্যালি কান্ডে শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল ইডি । এম ভারত নিউজ

user
1 0
Read Time:2 Minute, 16 Second

গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু কে রোজভ্যালি কান্ডে গ্রেফতার করল ইডি। গতবছর শুভ্রা কুণ্ডুর দক্ষিণ কলকাতার আবাসনে যান ইডি-র ৩ অফিসার। প্রায় ৪ ঘণ্টা ধরে চলেছিল জেরা। সেখানে শুভ্রা কুণ্ডু কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ওই সময় শুভ্রা কুণ্ডু বিদেশ যাত্রায় সঙ্গে রোজভ্যালির টাকাও বিদেশে পাচার করেছেন, বলে অনুমান করেছিলেন ইডি-র আধিকারিকরা। স্ত্রী শুভ্রা কুণ্ডুর নামেই একাধিক ব্যবসা চালাতেন গৌতম কুণ্ডু। ইডি-র আধিকারিকরা সেদিন এ বিষয়ে প্রশ্ন তোলেন। তার নামে ঠিক কী কী ব্যবসা, ব্যাবসা থেকে কত টাকা ঘরে তুলেছেন সে বিষয়ে শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেন অফিসাররা। তারপরেই আজ তাঁকে গ্রেফতার করে ইডি ।

এর আগে শুভ্রা কুণ্ডুর প্রিন্স আনোয়ার শাহ রোডের ফ্ল্যাটে হানা দিয়েছিল ইডি-র অফিসাররা। শুভ্রা কুণ্ডুকে তিনবার নোটিসও পাঠায় ইডি-র আধিকারিকরা। হাজিরা না দিলে, আইনি পদক্ষেপ নেওয়ার হবে, জানিয়েছিল ইডি। প্রসঙ্গত,২০১৯ সালে রোজভ্যালিকাণ্ডে প্রাথমিক সন্দেহ শুভ্রা কুণ্ডু দেশ ছেড়ে পলাতক হতে পারে, সেই কারণে শুভ্রা কুণ্ডুর নামে লুক আউট নোটিস জারি করে ইডি। ইডি সূত্রের খবর, মামলার তদন্তকারীদের কাছে খবর ছিল, সেই কারণেই ইডি-র তরফে চিঠি পাঠিয়ে ব্যুরো অফ ইমিগ্রেশনকে জানানো হয় যাতে দেশের যে কোনও বিমানবন্দরে শুভ্রা কুণ্ডুর পাসপোর্ট জমা পড়লে, তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দুর্নীতির অভিযোগ সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে । এম ভারত নিউজ

কয়েকদিন আগেই পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌমেন্দু অধিকারী। যদিও তার ইস্তফাকে ঘিরে নানান প্রশ্ন সামনে আসে । পরবর্তীতে শুভেন্দু অধিকারীর হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন সৌমেন্দু অধিকারীও । সৌমেন্দু অধিকারীর পদত্যাগের পর পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পৌরসভার প্রশাসক কমিটির সদস্য হিসেবে দায়িত্বভার […]

Subscribe US Now

error: Content Protected