উত্তরসূরী হিসেবে কাকে পছন্দ কোহলির ? জানুন । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:1 Minute, 59 Second

আজই শেষবারের মত টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই শেষ ম্যাচ তাঁর। ইতিমধ্যেই এই ম্যাচের টস জিতেছেন বিরাট কোহলি। নামিবিয়ার বিরুদ্ধে এই ম্যাচে নামার আগেই দলের সকলকে ধন্যবাদ জানিয়েছেন বর্তমান অধিনায়ক। মূলত এতদিন অধিনায়কত্ব করার সুযোগ দেওয়ার জন্যই দলকে ধন্যবাদ জানালেন তিনি। শুধু তাই নয়, নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অবসর গ্রহণের আগেই, উত্তরসূরি হিসেবে কাকে পছন্দ তাও স্পষ্ট করে বলে দিতে দেখা গেল বিরাটকে। তিনি জানিয়েছেন উত্তরসূরি হিসেবে রোহিত শর্মাকেই পছন্দ করছেন তিনি। এছাড়াও আজকের ম্যাচে প্রথমেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে নামার পরে টস জেতেন বিরাট কোহলি। আর এরপরই তাঁকে বলতে শোনা যায়, “আমরা আগে বল করব। টস বড় প্রভাব ফেলছে। দু’টি টস যখন জিতেছি, তখন প্রথম দিন থেকে যেটা করতে চেয়েছি, সেটাই করব। ভারতের অধিনায়কত্ব করা আমার কাছে গর্বের। নিজেদের সেরাটা দিয়েছি। ক্ষুদ্র সংস্করণ বাদ দিতেই হত বড়কে প্রাধান্য দেওয়ার জন্য। পরের যুগ এ বার দেশকে এগিয়ে নিয়ে যাবে। রোহিত রয়েছে, ভারতীয় ক্রিকেট যথেষ্ট ভাল হাতেই রয়েছে।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পদ্মশ্রী পেয়েই ফের বিতর্কের মুখে কঙ্গনা । এম ভারত নিউজ

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পদ্মশ্রী সম্মান নিতে দেখা গেল বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে। আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার পরেই বিতর্কিত মন্তব্য পেশ করতে দেখা গেল অভিনেত্রীকে। একজন আউটসাইডার হিসেবে বলিউডে পদক্ষেপ করেও অভিনয় দক্ষতার মাধ্যমে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন তিনি। ইতিমধ্যেই বেশ কয়েকটি চলচ্চিত্রে লিড রোল করতে দেখা […]

Subscribe US Now

error: Content Protected