ঘুরতে ভালোবাসেন ভীষণ? সামনের ছুটিতে মেঘালয় যাওয়ার পরিকল্পনা করে ফেলেছিলেন? তাহলে আপনার জন্য দুঃসংবাদ। দেশজুড়ে বাড়তে থাকা করোণা পরিস্থিতির ওপর নজর রেখে বাইরের পর্যটকদের জন্য বন্ধ হলো মেঘালয়ের দরজা। কোভিড পরিস্থিতিতে নতুন নিয়ম চালু করে আগামী 23 শে এপ্রিল থেকে বাইরের পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল মেঘালয় সরকার। রাজ্যের করোণা পরিস্থিতির মোকাবিলা করার জন্য মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি ট্যুইট করে জানান “২৩ এপ্রিল থেকে রাজ্য বহির্ভুত পর্যটকদের জন্য মেঘালয়ের দরজা বন্ধ করা হচ্ছে। কিন্তু স্থানীয়রা শহরের মধ্যে ঘুরতে যেতে পারেন।”
সাংমা আরো জানান ” আগামী কিছুদিনের জন্য বন্ধ করা হচ্ছে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র গুলি।রাজ্যের সমস্ত স্কুল গুলিও ৪ঠা মে পর্যন্ত বন্ধ থাকবে ” তাই এই পরিস্থিতিতে আপনার মেঘালয়ে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই বাতিল করতে হবে তা।
ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল মেঘালয়। শিলং, চেরাপুঞ্জিসহ এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রামও এখানেই রয়েছে। এই পরিস্থিতিতে আপনি মেঘালয়ের রূপ থেকে বঞ্চিত হলেও আশাহত হওয়ার কারণ নেই খুব একটা। দেশজুড়ে করোনা পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে এলেই আবার পর্যটকদের জন্য খুলে যাবে মেঘালয়ের দরজা। তখন সমস্ত করোণা বিধি মেনে উপভোগ করা যেতেই পারে মেঘালয়ের অপরূপ সৌন্দর্য্য।