Read Time:1 Minute, 1 Second
কয়েকদিন আগেই আমরা দেখেছি ভারতের কিছু অংশ নেপাল তাদের মানচিত্রের অন্তর্ভুক্ত করে । চলে সীমান্ত নিয়ে নানা সংঘাত । কিন্তু, সংঘাতের মধ্যেও নেপালকে চিকিৎসার সরঞ্জাম হিসেবে ১০টি ভেন্টিলেটর পাঠাল ভারত । যার মূল্য আনুমানিক ২ কোটি ৮০ লক্ষ টাকা। মহামারী পরিস্থিতিতে এই ১০টি ভেন্টিলেটর পেয়ে আপ্লুত নেপাল সরকার। দূতাবাসের তরফে জানানো হয়েছে, বিপদে পড়লে দীর্ঘদিন ধরে সবার আগে নেপালি সেনাকে সাহায্য করে আসছে ভারতীয় সেনা। দুই দেশের সেনার মধ্যে মানবিক বোঝাপড়ার অংশ হিসেবেই এই ভেন্টিলেটর উপহার দেওয়ার সিদ্ধান্ত ভারতের।
