পটাশপুরের বিজেপি কর্মী মদন ঘোড়ুইয়ের মৃত্যুতে ফের রাজ্যপালের নিশানায় রাজ্য। রবিবার রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়।

পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের আইন–শৃঙ্খলার অবনতির প্রসঙ্গ তুলে তিন পাতার একটি চিঠিও পাঠান। যাতে বলবিন্দর সিংয়ের গ্রেফতারি এবং বারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেছেন তিনি। রাজ্যপালের বলেন, “মুখ্যমন্ত্রীকে অনুরোধ, সংবিধান মেনে চলুন। প্রশাসন সংবিধান মেনে চলছে না। রাজনৈতিক উদ্দেশে বিরোধীদের মিথ্যা মামলায় জড়ানোর কৌশল অবলম্বন করা হচ্ছে।” তাঁর অভিযোগ রাজ্যে পুলিশের রাজনীতিকরণ করা হয়েছে। প্রশাসনের প্রতিটি কাজে হস্তক্ষেপ করছে কলকাতা পুলিশ। যা পুলিশ রাষ্ট্রে পরিণত হওয়ার ইঙ্গিত। এদিন আইপিএস, আইএএস–দের রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর অভিযোগ, একাধিকবার রাজ্য প্রশাসনের বিভিন্ন কর্তাকে ডেকে পাঠিয়েও যথোপযুক্ত উত্তর পাওয়া যায়নি। অন্যদিকে, রাজ্যপালের সরাসরি হস্তক্ষেপের সমানলোচনা করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, বিজেপির প্রধান কার্যালয় রাজভবন।