0
0
Read Time:1 Minute, 19 Second
2021-এর ভোট নিয়ে রাজনৈতিক মহলের মহড়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে । এদিকে ভোটের প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে রাজ্যে আসছেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন । এর আগে 2019-এর ভোটের আগেও মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার নেতৃত্বে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বাংলায় আসে । তখনও উপ নির্বাচন কমিশনার হিসেবে বেঞ্চে উপস্থিত ছিলেন সুদীপবাবু । আগামী ১৭ ডিসেম্বর কলকাতায় আসছেন তিনি । আসন্ন বাংলা সফরে কলকাতা ছাড়াও যেতে পারেন উত্তরবঙ্গেও । রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাদা আলাদা কথা বলার ভাবনাও রয়েছে তাঁর । অন্যদিকে ইতিমধ্যেই রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে বামেরা স্মারকলিপি জমা দিয়েছে । তাঁদের কথায় নানা মৃত ও ভুয়ো ব্যক্তির নামে ভোট দেওয়া হয়েছে । সেই বিষয় নিয়েও পর্যালোচনা করবেন সুদীপ ।