নতুন আইন আনছে কেন্দ্র সরকার । বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলির প্রাধান্যে দেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে ,সেই বিষয়েই এবার নজরদারি রাখবার জন্য নতুন আইন আনা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। বিশেষত ডিজিটাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের দ্বারা পরিবেশিত সংবাদ গুলির উপর কিছুটা নিয়ন্ত্রণে রাখতেই এই নতুন আইন এর আগমন । শুধু তাই নয় পাশাপাশি আওতায় পড়তে চলেছে সংবাদ পরিবেশন না করা বিভিন্ন চ্যানেলগুলিও, ঠিক এমনটাই জানালেন এক উচ্চপদস্থ সরকারি কর্মচারী। বর্তমানে যুব সমাজের একটি মূল আকর্ষণ বিষয় ওটিটি প্লাটফর্মে ওয়েব সিরিজ গুলি।

বিশেষজ্ঞদের মতে ওটিটি প্ল্যাটফর্ম এর মাধ্যমে যে সমস্ত ওয়েব সিরিজ গুলি পরিচালনা করা হয়ে থাকে সেগুলির বিষয়বস্তু দিকে নজর দেওয়ার কথা ভাবা হচ্ছে।সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ওটিটি মাধ্যমে দেখানো বিভিন্ন সিনেমা এবং ওয়েব সিরিজ এর বিরুদ্ধে ইতিমধ্যেই অনেকে অভিযোগ জমা পড়েছে তাই সেগুলিকে মাথায় রেখে এই ওয়েব সিরিজ এবং মুভি গুলির উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করা হচ্ছে।