করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা বিশ্ব। রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী। সাম্প্রতিককালে প্রত্যেকদিনই বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলগুলোতে উচ্চ শ্রেণীর পরীক্ষা নেওয়া হচ্ছে। এই অবস্থায় পরীক্ষা বাতিলের দাবি জানালো সিবিএসই ও আইসিএসই বোর্ডের ছাত্রছাত্রীরা। পাশাপাশি সংক্রমণ এড়াতে একই দাবি জানিয়েছেন বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বোর্ডের পরীক্ষার্থীরাও। এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া নিয়ে সমস্যায় পড়েছেন প্রত্যেক ছাত্রছাত্রীই । টুইটারে প্রায় সাত লক্ষ মানুষ “cancelboardexam2021” হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন যা ইতিমধ্যেই ট্রেন্ডিং। বিগত ২৪ ঘণ্টায় প্রতিবাদ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।
বর্তমানে ছাত্র-ছাত্রীদের অভিনব প্রতিবাদের মাধ্যম কতটা সাড়া ফেলতে পারবে উচ্চ কর্তৃপক্ষের কাছে সেটাই এখন দেখার বিষয়। সিবিএসই ও আইসিএসই বোর্ড পরীক্ষা আগামী ৪ মে ২০২১ থেকে শুরু হওয়ার কথা। সে কারণে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ৪০-৫০ শতাংশ পরীক্ষা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, এছাড়াও পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে করোনা কালে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনার এহেন সংক্রমণাত্মক পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে নিয়ে চিন্তিত প্রত্যেকটি অভিভাবক তবে ছাত্র-ছাত্রীদের এই অভিনব প্রতিবাদ আদৌ ফলপ্রসূ হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ লক্ষ ৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এটাই দেশে অতিমারী ছড়ানোর পর থেকে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।