
আপাতত স্থিতিশীল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার করোনা আক্রান্ত হয়ে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। রাজ্য সভাপতির জ্বর কিছুটা কমেছে। সেইসঙ্গে শরীরে অক্সিজেনের মাত্রাও অনেকটা স্বাভাবিক হয়েছে। কিন্তু ফুসফুসজনিত সমস্যার কারণে বুকের সিটি স্ক্যান করা হয়েছে দিলীপ ঘোষের। সিটি স্ক্যানের রিপোর্ট হাতে পাওয়ার পরেই চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করবেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, অন্যান্য ভাইটাল প্যারামিটারও স্থিতিশীল রয়েছে দিলীপ ঘোষের।

আর তাই স্বাভাবিক ডায়েটে রাখা হয়েছে তাঁকে। প্রায় এক সপ্তাহ ধরেই শরীর ভাল যাচ্ছিল না বিজেপির রাজ্য সভাপতির। সমস্ত কর্মসূচি বাতিল করে নিউটাউনের ফ্ল্যাটেই ছিলেন তিনি। শেষপর্যন্ত একাধিক কোভিড উপসর্গ থাকায় তাঁর করোনা টেস্ট হয় এবং শুক্রবার সেই রিপোর্ট আসে পজিটিভ। তারপরই তাঁকে সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরআগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁর দেহরক্ষী। অন্যদিকে, বিজেপির একাধিক নেতা কর্মীরা কোভিডে আক্রান্ত হন।