0
0
Read Time:1 Minute, 26 Second
বাস, ট্রাম, ট্রেন, লঞ্চ কোন কিছু বাদ নেই । ব্রিগেডে যোগ দিতে ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্ত থেকে জন মানুষের সয়াগম অ ঘটছে ব্রিগেড গ্রাউন্ডে । তবে ইতিমধ্যেই ব্রিগেডে হামলার অভিযোগ সামনে এসেছে, ৬ জন আক্রান্ত হয়েছেন । ব্রিগেডে আসার সময় তাদের ওপর চড়াও হয় তৃণমূল এমনটাই অভিযোগ ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে ভাইরাল প্যারোডি গান দিয়ে । বামেদের ‘টুম্পা’ গান রীতিমতো বাংলার অলিগলি দাপিয়েছে। এমন ‘ভাসান গান’-এর প্যারোডিই হয়ে উঠেছে বাম ব্রিগেডের প্রচার-মন্ত্র। ভাইরাল প্যারোডির সঙ্গে এবার প্রচারের নবতম সংযোজন ‘ফ্ল্যাশ মব’। ‘ফ্ল্যাশ মব’ নিয়ে প্রচারে নামলেন তরুণ-তরুণি। সাধারণের ভিড়েই পূর্বনির্দিষ্ট পারফরম্যান্স করে দেখাবে এক ঝাঁক তরুণ-তুর্কি। দৃষ্টি আকর্ষণের জন্য এই পন্থা প্রথম চালু হয়েছিল বিদেশে। একেই বলে ‘ফ্ল্যাশ মব’ ।